রহমান মৃধা
পুকুরে শাপলা ফুল ফুটতে দেখেছি,
বাগানে গোলাপ ফুলের গন্ধ শুঁকেছি,
বিলের কাশফুল দুলতে দেখেছি,
রমণীর কেশে গেন্দা ফুল বেঁধেছি।
বন্ধুর হাতে জবা ফুল তুলতে দেখেছি,
কুড়িয়েছি বকুল ফুল, করেছি কি ভুল?
তাতো জানি না,
মালা গেঁথে দিতে হবে ধরেছে বায়না।
সাগরের নেই তো কুল,
অন্ধকারে আলোর ভুল।
জীবনের বড় ভুল, প্রেম করে করছি ভুল,
ফুলে ছিল না ভুল, তাহলে কোথায় ভুল?
জানা গেল না!
মালা গেঁথে দিতে হবে ধরেছে বায়না।
নাম ছিল তার বকুল ফুল,
আমার নাম শিউলি ফুল।
ফুটেছে পদ্ম ফুল,
তাতে নেই কোনো ভুল,
তাহলে কোথায় ভুল?
বোঝা হলো না,
মালা গেঁথে দিতে হবে ধরেছে বায়না।
ফুল তুলে করছি ভুল,
প্রেমে ছিল বড় ভুল,
এ কথা শুরু থেকে জানা ছিল না।
ভালোবাসি তারে আমি বলা হলো না,
গাঁথা মালা ঝরে গেলো দেওয়া গেল না।
লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড