রহমান মৃধা
মুরব্বীদের কথা হলো
যত তাড়াতাড়ি পার
লক্ষ্যমাত্রা ধার্য কর।
সব কিছু ছেড়ে দিয়ে
লক্ষ্যমাত্রা জয় করে,
লক্ষে পৌঁছে দেখি
কষ্টের শেষ হয়েছে,
সুখ এসে হাজির হয়েছে।
কৈশোরে যা মন চেয়েছে,
বার্ধক্যে তা পাওয়া গেছে।
জোয়ার এসে চলে গেছে,
যৌবনে ভাটা লেগেছে।
এ আমার কী হলো?
অসময়ে সব এলো।
তারপরও কেমনে বলো,
সব ভালো যার শেষ ভালো?
স্মৃতির জানালা খুলে,
দেখছি আমি এক মনে।
এত কিছু থাকতে কেন,
বেছে নিলাম এ জীবন!
সব কিছু ত্যাগ করে,
এত বছর পার করে
কী লাভ হলো মোর লক্ষে পৌঁছে?
ইচ্ছে করে না মোর
কোনো কিছু করিতে,
সুযোগ এসেছে বটে
তবে খুব দেরিতে।
কী হবে এসব দিয়ে
মন যদি না চেলো!
তারপরও কেমনে বলো,
সব ভালো যার শেষ ভালো?
শিশুকাল ছিল ভালো,
বুদ্ধি আক্কেল কম ছিল,
যৌবনের কাজগুলো,
করতে সমাজ বাধা দিল।
মনের উপর চাপ দিয়ে,
ভয়ভীতি সব দেখিয়ে,
ঠেলে দিল শেষ জীবনে,
ভবিষ্যতের চিন্তা করে।
সাধ-আহ্লাদ ফেলে রেখে,
হৃদয়টাকে শূন্য করে
লোকালয়ে হাজির হয়ে,
সবার মন জয় করা হলো।
সবাই তখন খুশি হলো,
সব ভালো যার শেষ ভালো।
শেষ ভালো তো সব ভালো,
এ কেমন কথা হলো?
ঘটনাটি কেমন হলো,
সবাই একটু ভেবে বলো!
কী করে সব হলো ভালো,
সময় যখন ফুরিয়ে গেল।
সকালের কাজ বিকালে হলো,
তারপরও কেমনে বলো,
সব ভালো যার শেষ ভালো?
লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড