রহমান মৃধা
শুধু শুধু দুঃখ দিলি
সুখটা দিলি না,
ভালোবাসার কথা বলেও
মনটা দিলি না।
প্রেমের কথা বলে বলে
লোভ দেখিয়ে গেলি চলে
কী হবে আমার মনের
ভেবে দেখলি না।
আমি যখন ছিলাম ভালো
তোর সঙ্গে দেখা হলো,
ডলার, পাউন্ড, ইউরোগুলো
হঠাৎ যখন ফুরিয়ে গেল,
তুই আমায় ছেড়ে গেলি
বলে গেলি না।
প্রথম যেদিন এসেছিলি
কানে কানে বলেছিলি,
ভালো তোরে বাসি আমি
কাউকে বলিস না,
কেন তা বলেছিলি
জানা হলো না।
গেঁথেছিলাম ফুলের মালা
দেব তোরে বলে,
ঘুম থেকে উঠে দেখি
গেছিস তুই চলে।
সব কিছু নিয়ে গেলি
যা কিছু দিয়ে ছিলি,
চলে তুই গেলি কেন
আমায় একা ফেলে,
বলে গেলি না।
মুখে হাসি সারাক্ষণ
সবুজে ভরা প্রতিক্ষণ,
বৃষ্টি হয় অনেকক্ষণ
বন্যায় ভাসে কিছুক্ষণ,
ঝড় হয় অল্পক্ষণ
সূর্য থাকে বহুক্ষণ,
ছিলই বা কতক্ষণ
থাকেনি সে বেশিক্ষণ,
কে ছিল সর্বক্ষণ
ভাবছি বসে এতক্ষণ,
জানা হলো না।
হাসি খুশি মুখ যার
বুক ভরা সুখ তার,
ছোট বড় কথা নেই
মনে তার ব্যথা নেই,
খায় দায় ঘুরে বেড়ায়
নেই কোনো ঝামেলা,
দেখে তারে মনে হয়
মন ভরা ফুর্তি,
যাকে নিয়ে ভাবছি
মনে ছবি আঁকছি,
দেখি নাই তারে আমি
বহু যুগ ধরে,
সে এখন কেমন আছে
তা জানি নারে।
কে সেই অপরূপা
জানো কি সবাই?
সে আমার দেশটি
বাংলাদেশ নামটি,
ভালোবাসি তারে আমি
আজীবন ধরে,
যদিও আছি আমি
বহুদূরে সরে।
লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড