রহমান মৃধা
চীন এত বড় দেশ ধর্ম মানে না,
বিশ্বাস করে কিছু নিজেরাও জানে না।
ইসলাম ধর্ম প্রচারে ধুমধাম,
জিঙ্গেস করলে জানে না কিছু।
ওয়াজ মাহফিলে বলে যেসব তথ্য,
খুঁজে পাওয়া কষ্ট তার সব অর্থ।
কথার সাথে নেই কাজের মিল,
যার কারণে সব কিছুতেই গড়মিল।
আরবি ভাষা পড়ানো হয় সকল মহলে,
কুরআনের সঠিক অর্থ কেউ জানে,
পাওয়া যাবে না খুঁজে।
শিক্ষার উদ্দেশ্য যদি শিক্ষণীয় হয়,
কেন আরবি ভাষা বুজতে কেউ সক্ষম নয়?
কি লাভ পড়ে ভাষা, যদি না মেটে মনের আশা?
শুধু শুধু সময় নষ্ট, সাথে হৃদয় ভরা কষ্ট।
তারপরও সব শ্রেষ্ঠ শিক্ষাগুরু কয়,
ভাবছি আমি মনে এখন কী হবে উপায়!
চীন দেশে গিয়ে বন্ধু চীনা ভাষা শিখে,
হয়েছে মস্তবড় ইঞ্জিনিয়ার নিজের দেশে।
আমি থাকি সুইডেনে ভাষা এখন সুইডিশ,
জেনে শুনে সবকিছু আছি বেশ ভালো।
আল্লাহর বাণীতে রয়েছে সবকিছু,
তারপরও কেন সবাই ভণ্ডদের পিছু?
সময় এসেছে এখন ভাবতে হবে,
নইলে ধর্মের নামে ভণ্ডামি চলিতে থাকিবে।
স্রষ্টার রহস্য দুনিয়াতে খুঁজতে, পড়তে হবে কুরআন সবকিছু বুঝতে।
আলোর গতিতেও যদি চেষ্টা করি,
লাগবে হাজার কোটি বছর, খুব অল্প কিছু জানতে।
এত দূরে, তবু কাছে, স্রষ্টা, অন্তর্যামী।
বুঝলাম না তার লীলাখেলা, অধম বান্দা আমি।
উদ্দেশ্য বিহীন কোন কাজ করিলে,
ভালোমন্দ যেকোনো একটা কিছু হবে।
মন্দের বোঝা যদি বাড়িতে থাকে,
পারিবে কি একা একা সে বোঝা টানিতে?
আল্লাহ মহান, শক্তিমান, পরম করুণাময়,
তিনি জানেন সবকিছু নতুন কিছু নয়।
মুখস্থ করে না হয় হাফেজ হলে,
কুরআনের মূলমন্ত্র কীভাবে বুঝিবে?
পবিত্র কুরআন যদি বুঝিতে চাও,
নিজে নিজে খোঁজ নাও, কি আছে তাতে?
প্রশ্ন জেগেছে মনে, শেয়ার করি এইক্ষণে;
বুঝে পড়তে কুরআন সমস্যা কোথায়?
জানি যদি ব্যাকরণ, বুঝি যদি ভাষা,
কুরআন শিখিবো সবাই এটাই হোক আশা।
নিজের মত করে বুঝে তুমি নাও।
চল যদি সেই পথে সঠিকভাবে,
সান্নিধ্য তৈরি হবে আল্লাহর সাথে।
লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড