• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০  |   ২৯ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

লাকি জাদুর ২টি কবিতা

  সাহিত্য ডেস্ক

২৪ জুলাই ২০২২, ১১:৫৪
লাকি জাদু
লাকি জাদু

অচেনা

কিছুটা অজানা থাকাই শ্রেয়

পুরোটা জেনে গেলে-

চেনা গায়ের গন্ধটাও একসময়

অচেনা হয়ে যাবে।

হবে অপ্রিয়......

সম্পর্ক যত সহজ আর গভীর

মানুষটা হয় ততোটাই অচেনা,

তবু লোক দেখানো

সুখের গোছানো নীড়।

মায়া-মায়া মুখ আর চোখের ভাষা

কান্না-আর্তনাদ কোনটাই স্পর্শ করে না,

কথা মালা ফুরিয়ে নিমেষেই

জন্ম নেয় এক অচেনা ভালোবাসা।

দীর্ঘশ্বাস

তুমি আমি যদি কোনদিন হারিয়ে যাই সময়ের পথের বাঁকে,

তবুও নিশ্বাসের ঘ্রাণে জেগে থাকবে রাতজাগা কিছু দীর্ঘশ্বাস,

কিছু বিশ্বাস,কিছু মূহূর্তের খুনসুটিরা।

খুব গোপনে তোমার বুকের পাজরে হয়ত লিখা থাকবে আমার নামের অক্ষর,

অক্ষত অনুভূতির জ্বালাময়ী উষ্ণতা নিয়ে।

একদিন সব ভালোবাসার অক্ষর ধূসর স্মৃতির পাতায় পড়ে থাকবে,

ধূলার আস্তর জমবে,তোমার আমার উষ্ণ অনুভবগুলো দমবন্ধ গুটিসুটি মেরে ধূলোর নিচে অসহায় পড়ে থাকবে,

আমরা তখন অদৃশ্য দূর সূদূর থেকে শুধু নিঃশব্দ চাহনি নিয়ে তাকিয়ে থাকব অনন্তকাল,

বোবা কান্নাগুলো গলাঃধকরণ করে।

আমি শুধু ভালোবাসার বুননে খুব যতনে বাবুই পাখির একটা কুঁড়ে ঘরের মত,

তোমার বুকের পাঁজরের ভেতর একটা স্বপ্ন ঘর হয়ে ঝুলে থাকতে চেয়েছিলাম।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড