• বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০  |   ২৮ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

স্বপ্ন

  রহমান মৃধা

২০ জুলাই ২০২২, ০৩:৪১
স্বপ্ন
রহমান মৃধা (ছবি : সংগৃহীত)

আমি জেগে জেগে স্বপ্ন দেখতে ভালোবাসি, এ স্বপ্ন সত্য না হলেও আমি মনঃক্ষুণ্ণ হই না।

আমি ঘুমের ঘোরে স্বপ্ন দেখতে চাই না, এ স্বপ্ন আমার নিয়ন্ত্রণাধীন নয়।

ঘুমের ঘোরে স্বপ্ন দেখানোর ক্ষমতা যার আছে, সে বিবেকহীন, দয়াহীন কাপুরুষের মত মনের অজান্তে আসে।

একবারও ভাবে না আমার অনুভূতির কথা, ক্ষমতা আছে তাই যা খুশি তাই করে।

যে স্বপ্ন রাতে ঘুমের ঘোরে আসে, সে স্বপ্ন হতে পারে দুঃখ, কষ্ট বা বেদনায় ভরা, হতে পারে ক্ষণিকের তরে আনন্দের, তারপরও আমি এ স্বপ্ন দেখতে চাই না।

আমি দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখতে চাই, কারণ সে স্বপ্ন আমার নিজের এবং আমি তাকে বাস্তবে রূপ দিতে পারব এ বিশ্বাস আমার আছে।

আমার আত্মবিশ্বাস, আমার প্রচেষ্টা আমাকে সাহায্য করবে, দিনের আলোই স্বপ্ন দেখার বাস্তবায়ন।

তবে হ্যাঁ জীবন চলার পথে, রং তামাশার সাথে, কল্পনার বেশে কিছুক্ষণের জন্য প্রিয়জনকে নিয়ে যদি কখনো স্বপ্ন দেখি, কি ক্ষতি যদি সে স্বপ্ন বাস্তবায়ন না হয়!

ফুলের মালা ছিড়ে গেলে কিছু যায় আসেনা, কারণ নতুন ফুলের মালা গেথে নিব।

ভালোবাসার স্বপ্ন ভেঙ্গে গেলে, নতুন স্বপ্ন গড়ে নিব। তবুও রাতের আঁধারে স্বপ্ন দেখিব না, কারণ আঁধারের স্বপ্ন আলোর আগেই ভেঙ্গে যায়।

আমি সেই স্বপ্ন দেখতে চাই, যে স্বপ্নকে নিজের মত করে বাস্তবে রূপ দিতে পারি।

লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।

[email protected]

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড