মাঈন উদ্দিন আহমেদ
অথৈ পদ্মা উত্তাল ঢেউ
সেসব দিন আজও চোখে ভাসে,
পদ্মার লঞ্চ, ফেরী বোটে
লাখ লাখ লোক দারুণ দীর্ঘশ্বাসে।
কত প্রাণ খোয়া গেছে পদ্মার জলে,
স্বজন হারানো শোক বুকের অতলে।
বহু প্রতীক্ষা শেষে আজ প্রসারিত হাত,
পদ্মার বুকে ছোটে প্রাণের পুলসিরাত।
পদ্মায় জ্বলে ওঠা নিয়ন আলো,
তোমাকে দেখার মতোই দোলা জাগানিয়া।
অনিমেষ চেয়ে থেকে বুঝি,
শান্তির সুবাতাসে নড়ে ওঠে হিয়া।
গ্লানিতে ঢেকে যাওয়া ম্লান মুখে হর্ষের হেতু,
বিশ্বের বুকে মাথা উচু করে আমার পদ্মা সেতু৷
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড