রহমান মৃধা
তুমি যখন বড় হবে
ফুলের মতো উঠবে ফুটে
দেখবে সবাই একই চোখে
ভাববে তারা কেমন করে
সেটা জানতে চাই!
ঢেকে রাখো মুখটি তোমার
বুকটি যেন না দেখা যায়
হইছো তুমি বড় এখন
কী করে বোঝাই!
বাগানে যে ফুল ফুটেছে
তার মাঝেতে মধু আছে
মৌমাছিরা নেচে নেচে
সে মধু আনে সেচে
বাকি মধু মুখটি ভরে
পরাগ রেণু গায়ে করে
উড়াল দিয়ে পড়ে এসে
অন্য ফুলের গায়।
পরাগায়ন ঘটে শেষে
ফুলের মাঝে তাই।
পরাগায়ন করে গেল
বিনিময়ে মধু পেল
সে মধু নিয়ে গেল
মৌচাকে জমা হলো
দরকারে করিবে পান
এ ছিলো তাদের প্লান
হলো না সে প্লান পূর্ণ কখনো।
প্রকৃতির ব্যবহারে মুগ্ধ না হয়ে
খোলামেলা জীবনের বিসর্জন দিয়ে
বুন্ডিকে রাখা হলো পর্দার আড়ালে
ভাবনায় ঢুকে গেল
আখেরাত পার হবো
থাকিবো সুখে।
এ আশা যে দিল
সেই সর্বনাশ করিল।
কে করিল এ নিয়ম নতুন করে?
কুৎসিত কুচিন্তা আর প্রলোভণ ছাড়া
নারী জাতি পেয়েছে কি ভালো কিছু আর?
বুন্ডির জীবনে যত সব বাঁধা
যার ফলে জীবনটা
ভরিল জটিলতায়
ভাবিতে হইবে এখন জীবন ভরে
শেষ নাহি হবে তার
চলিবে জীবন ভর
এমনি করে।
তুমি আমি রব শুধু
ক্ষণিকের তরে
প্রকৃতি চলিবে তার মতো করে
জানিতে পারিব না মোরা
সবকিছু তার।
শেষ হবে অপরিপূর্ণ
জীবনটি সবার!
লেখক : সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট) ফাইজার, সুইডেন।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড