সাহিত্য ডেস্ক
সম্প্রতি জনি আদ্রের লেখা প্রেমের কবিতা ‘বলো আমার কী দোষ’-এর ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করা হয়েছে। কবিতায় কণ্ঠ দিয়েছেন এবং মডেল হয়েছেন কবি নিজেই। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কবিতার ভিডিয়োটি বেশ প্রশংসা কুড়িয়েছে। কবি জানিয়েছেন, এই প্রশংসা তাকে আগামীতে আরও ভালো কিছু করার উৎসাহ দেবে।
প্রায় দুই যুগ ধরে কবিতা-উপন্যাস লিখছেন জনি আদ্র। সেই কিশোর বয়স থেকেই বিভিন্ন পত্র-পত্রিকায় ছাপা হয় তার লেখা। তবে তা নিয়ে কখনো বই প্রকাশ করা না হলেও কবিতা লেখা ডায়রির স্তূপ পড়েছে।
বর্তমানে কবি জনি আদ্র বেসরকারি একটি প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ে কর্মরত। কবিতা লেখা প্রসঙ্গে তিনি বলেন, যখনই কোথাও ঘুরতে যাই বা নিঃসঙ্গ হয়ে পড়ি, তখনই কিছু লেখা ডায়রিতে সংযুক্ত করি। শুভাকাঙ্ক্ষীদের অনেক অনুরোধের পরেও কাজের চাপে বই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। বেশ কয়েকটি প্রকাশনী আগামী একুশে বইমেলায় কবিতার বই প্রকাশের আগ্রহ দেখিয়েছে। সব ঠিক থাকলে আশা করছি শুভাকাঙ্ক্ষীদের আব্দার এবার রাখতে পারবো। ‘বলো আমার কী দোষ’-এর ভিডিয়ো প্রকাশে সবাই অনেক ভালোবাসা দেখিয়েছে। তাই এখন থেকে নিয়মিতই কবিতার ভিডিয়ো করার সিদ্ধান্ত নিয়েছি।
একাকিত্বই জনি আদ্রকে কবিতা লিখতে প্রেরণা দেয়। বিশেষ করে প্রকৃতির নির্মল বাতাসে যখন চুলগুলো এলোমেলো হয়ে যায়, তখনই ডায়রির শূন্য পাতাগুলো একের পর এক ভরে উঠে। অদৃশ্য কাউকে অনুভব করেই যখন একদিন ঘর থেকে বের হয়ে যাওয়া, তখন ট্রেনের জানালায় মাথা ঠুকে দিয়ে ডায়রির পাতায় ভরে উঠে ‘বলো আমার কী দোষ’ কবিতাটি।
ভিডিয়োটি দেখতে এই লিংকে ক্লিক করুন : https://www.youtube.com/watch?v=pyRek-f0uPE
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড