যাহিদ সুবহান
জুঁই ১ : ছায়ার ভেতরে ছায়া
আমি তো ফলের খোলস তুমি তার অমৃত স্বাদ আমি ফুলের শোভা হলেও তুমি তার অভ্যন্তরের সুগন্ধি আমার সমস্ত সত্ত্বায় তুমি যেন অনুভূতির এক মহাসমুদ্র জুঁই তুমি আমার হৃদয়ে অনন্তকাল ছায়ার ভেতরে ছায়া
জুঁই ২ : তুমি আমার ঘামের কালি
আমি তো শ্রমিক শ্রেণির আমার গাঁইতি কুঠারের জীবন তুমি অভিজাত প্রভুর মতো তোমার হৃদয়ের বেখেয়াল হাটে তাই সস্তায় কেনাবেচা করো আমাকে প্রতিদিন তুমি আমার শ্রেষ্ঠ কবিতার পাণ্ডুলিপি তাই তোমাকেই পাঠ করি নিশিদিন জুঁই, তুমি আমার ঘামের কালি সেই কালিতে লিখি জীবনের কবিতা
জুঁই ৩ : তুমি শুধু ভুগে যাও নস্টালজিয়ায়
আমাকে দেখলেই তুমি যেন কেমন হয়ে যাও তোমার আষাঢ় আকাশ হৃদয়ে মেঘ জমে সে মেঘ পৃথিবী আঁধার করে ফেলে যেন এই মেঘ এই রোদের ঝিলিক আমি শত চেষ্টা করেও তোমার আকাশটাকে শরতের আকাশের মতো শুদ্ধ করতে পারিনি বারে বারে ফিরেছি ব্যর্থ হয়ে তবুও অপেক্ষার পালা শেষ হয়নি কালো মেঘ ঘরে ফিরবে একদিন জুঁই, তুমি শুধু ভুগে যাও নস্টালজিয়ায়
জুঁই ৪ : কাকতাড়ুয়া
কাকতাড়ুয়া দেখে থাকো যদি দু’হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকে কৃষকের ফসল বাঁচানোর দায়িত্বে আমিও তেমনি তোমার পাহারায় অবিরত শেয়াল শকুনের নজর থেকে তোমাকে আড়াল করে রাখি কৃষকের ফসলে যেমন কাকতাড়ুয়ার অধিকার থাকে না তোমাতেও তেমন আমার কোনো অধিকার নেই শুধু একদৃষ্টিতে চেয়ে থাকা কাকতাড়ুয়ার মতো।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড