সাদী শাশ্বত
ঐ চাঁদটার মতো একা -------------------
এমন অনেক দিন যায়/ প্রভুভক্ত পোষা কুকুরটিকেও মনে হয় ঘোর নাস্তিক/ ম্যাচবাক্সে একটা কাঠিও থাকে না, পাঁচতলার ছাদ থেকে-/ লাফিয়ে পড়ে অভিমানী সিগারেট।/ অনেক বুঝিয়ে শুনিয়ে নাককে নিয়ে যাই বগল পাশে/ বলি, বুঁদ হয়ে পড়ে থাক আপন গন্ধে/ আর আয়নায় খুঁজে নে জমজ বিম্ব।/
এফিডেভিট ---------
পৃথিবীতে আমার মতো ভালো মানুষ দ্বিতীয়টি নেই/ আমি পানির চে’ সহজ, দুধের চে’ সাদা/ কারও সেন্টিমেন্ট নিয়ে খেলি না, সৃষ্টি করি না ধাঁধাঁ।/ আমরা আছি বলেই পৃথিবী এখনো টিকে আছে/ গাছেরা নিয়মিত অক্সাইড পাচ্ছে, গরুগুলি মাঠে ঘাস খাচ্ছে/ উৎপাদন প্রক্রিয়া থেমে নেই, গ্রহগুলো আপন আপন কক্ষপথে/ আবর্তিত হচ্ছে।/ আমাকে সন্দেহ করা পাপ।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড