আনোয়ার হোসেন
দেহ আমার বেড়ে ওঠে পর্বে পর্বে
কুড়ি থেকে কলি, কলি থেকে ফুল,
গর্ভে গর্ভে,
বুঝতে পারি সাড়া পাই কোথায় কবে।
সময়ের দানে অঙ্গে জাগে দাবি
বোঝে না কিছু মানে না শাসন
মানে প্রয়োজন, যা কিছু সবি।
সৃষ্টি-নেশায় লাগে আগুন
কাঁপন লাগে মনে,
চাঁদনি রাতে সবাই তখন
যেতে চাই বৃন্দাবনে।
কোথায় পাবো বৃন্দাবন!
এখানে শুধুই কল্পনা,
স্বপ্নে আঁকা আল্পনার রঙ
পাখা খোলে না,
বিধিরও এমন বিধান!
জীবন গেলেও খন্ডন হয় না।
বন্দীদশায় হাস পাস জীবন
নেশার পথ হয়ে যায় সৃজন,
লোহার বেড়ারও ফাঁক গলে
বেরিয়ে পরে অন্যায়,
সৃষ্টি'র খরা শিক্ষায় ন্যাড়া
পঙ্গুত্ব পায় পায়,
জীবনের দাবি সময়ের দাবি —
খর নদীর স্রোতধারা ;
আটকালেই বিপর্যায়,
আমি জানি।
শোনো রাষ্ট্রযন্ত্র,
আরও যারা পড় পুত মন্ত্র!
আমি এখন ১৮!
আমি বিবর্তন চাই তোমাদেরও।
আমি আমাকে জানি,
করতে পারি নিজেকে নিয়ন্ত্রণ
দোহাই, আমার অধিকার
আমাকে ছাড়ো।
আমি নর্দমার উপর
আধুনিক থিম পার্ক চাই না।
আমি মুক্ত আকাশে শ্বাস নিতে চাই
স্বাধীন বুকে কথা বলতে চাই
নিউরন কোষে ইচ্ছে মত — যোগাযোগ চাই
দুইশ বছর অগ্রে দেখার — সক্ষমতা চাই
সময়ের দাবি মিটিয়ে ফেলার
সার্থক শিক্ষার আয়োজন চাই।
আমি বিজ্ঞানী হতে চাই
আমি নোবেল লরিয়েট হতে চাই
আমি সর্বজনীন মানুষ হতে চাই।
আমাকে বিশ্বমানের বিদ্যালয় দাও,
দেশ সেরা বিদ্বানদের
শিক্ষক করে দাও,
আমি তোমাদের সব দেব
ঘুঁচিয়ে দেব দেশের তরে
আমার সকল দায়ও।
ইতিহাস স্বাক্ষী আমরাই কথা রাখি
আমাদের কোনো বিকল্প নাই।
আমার আছে অনেক কিছু করার,
সোনার বাংলার লুট হওয়া সম্পদ
খুঁজে বের করার,
সময়টা এখন আমার।
আমি বড় হব, বড় হবে আমার বলয়—
বিশ্বকে আমি বেঁধে রাখব,
বিশ্ব-ভালোবাসায়।
আমার আছে আত্ম অহংকার,
পশ্চিমার মত আমার নেই অপরাধ ভার
আমরা কারোরে শোষণ করিনি আর
লুন্ঠন করিনি কোনো কিছু তা'র
এই পৃথিবী তাদের মত আমার
তবে কেন ছেড়ে দেব
আমার অধিকার?
তোমাদের কাছে জাতি গঠনের
শেষ প্রতীজ্ঞাটি চাই
ধুয়ে মুছে সব করে দাও সাফ
দুর্নীতির বাসা আত্মকেন্দ্রিক
মনের গোসাঁই।
চার কোটি শিশু তরুণ মোরা
মানুষ হতে চাই,
'সময়কে রাঙিয়ে তোলার
স্বপ্ন সারথি চাই'।
যেমন আমরা বলতে পেরেছি
রেসকোর্স ময়দানে
যে-কারণে লড়েছি মোরা
যুদ্ধের আহবানে।
স্বাধীনতার সাহস আমার
ফোলানো বুকের ছাতায়,
শিক্ষাটা যদি নিতে পারি ঠিক
প্রত্যেকের চেতনায়,
কে তবে আটকায়?
আমরা আজ বারুদে নয়,
বুদ্ধির পালাবদলে
পৃথিবীর প্রতি কোণ থেকে
ফিরিয়ে আনবো বহুগুণে
যা কিছু গেছে শোষণের পথে
জাহাজের খোলে খোলে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড