ফয়সাল আহমেদ
যখন শুনি করোনা,
তখন বলি জাতি বাঙ্গালী মরবে না।
যেথায় শুনি মরছে মানুষ আশ-পাশ,
সেথায় ঠিক মাথায় আসে,
এবার বুঝি জাতি বাঙ্গালী খাবে বাঁশ।
ঘরে আমরা থাকছি না,
হুম কোয়ারেন্টিন মানছি না,
আইসোলেশন কীসের আবার!
নাপা তো আছেই আমার।
নাপা ঠিক কাজ করছে না,
করোনার সাথে পারছে না।
করোনাকে যদি চাই হারাতে,
বাকি কথাগুলো শুনতে হবে।
গৃহবন্দি থাকতে হবে সকলকে,
নিজ নিজ দায়িত্বে।
মানতে হবে স্বাস্থ্য সংস্থার,
হুম কোয়ারেন্টিন চৌদ্দ দিন।
যদি হয় আক্রান্ত-
নিয়ম-বিধি মেনে চলি,
আইসোলেশন পালন করি।
ধৈর্য শক্তি ধরে রাখি,
করোনার বিদায় দেখতে থাকি।
নাম:- ফয়সাল আহমেদ
শ্রেণি:- দশম
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান উচ্চ বিদ্যালয়,পুরান ঢাকা।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড