ফয়সাল আহমেদ
থাকব না তো চিরতরে,
এই জগৎ জুড়ে।
করতে হবে একদিন আড়াল মোরে।
সাদা কাফন গায়ে পড়ে-
যেতে হবে সাড়ে তিন হাত মাটির ঘরে। বন্ধুর যদি থাকে দাবি,
বলতে পারো আজই তুমি।
যেদিন আমি থাকব না এই ভুবনেতে,
ভেবে নিও মুক্তি পেয়েছ সেথায়।
তারই সাথে ভেবে নিও-
ধরার বুকে আগলে রাখার তোমার কেহ নাই। অপেক্ষার ক্ষণে ক্ষণে-
যদি পড়ে আমায় মনে,
যেও আমার কবর খানায়।
সেদিন হয়তো-
দেখবে না আর তুমি মোরে।
দেখবো শুধু আমি তোমায়।
মাঝে মাঝে এসো বন্ধু,
আমার এই কবরখানায়।
নাম - ফয়সাল আহমেদ
শ্রেণি - দশম
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান উচ্চ বিদ্যালয়, পুরান ঢাকা।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড