• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিংবদন্তী পাবলিকেশন থেকে আসছে 'অ্যাশেজ' এর ভোকালিস্ট জুনায়েদ ইভানের উপন্যাস 'শেষ'

  সাহিত্য ডেস্ক

৩০ নভেম্বর ২০২০, ১৫:০৮
কিংবদন্তী পাবলিকেশন থেকে আসছে 'অ্যাশেজ' এর ভোকালিস্ট জুনায়েদ ইভানের উপন্যাস 'শেষ'
কিংবদন্তী পাবলিকেশন থেকে আসছে 'অ্যাশেজ' এর ভোকালিস্ট জুনায়েদ ইভানের উপন্যাস 'শেষ'

জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ এর ভোকালিস্ট হিসেবেই তার খ্যাতি এবং পরিচিতি। তিনি জুনায়েদ ইভান। অমর একুশে গ্রন্থমেলা-২০২১ উপলক্ষ্যে কিংবদন্তী পাবলিকেশন থেকে প্রকাশিতব্য 'শেষ' তার প্রথম উপন্যাস। বইটি প্রকাশের আগেই পাঠকের কাছ থেকে ব্যাপকভাবে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান কিংবদন্তী পাবলিকেশন এর সত্ত্বাধিকারী অঞ্জন হাসান পবন। তিনি বলেন কিংবদন্তী পাবলিকেশন এর এবারের বই মেলার সবচেয়ে বড় আকর্ষণ জুনায়েদ ইভান ভাইয়ের উপন্যাস 'শেষ'। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন সঞ্চিতা দাশ সৃষ্টি।

১৯৮৮ সালের আগস্ট মাসে জুনায়েদ ইভানের জন্ম। তার জন্ম হয়েছিল ভোরবেলায়। তখন চারদিক থেকে আজানের শব্দ ভেসে আসছে। এর ভেতরে রোগা-লিকলিকে একটা শিশু হাত-পা নাড়িয়ে জানান দিচ্ছে- 'আমি এসেছি, আমার কোনো অনুলিপি নেই'। জুনায়েদ ইভান এমবিএ করেছেন একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে।

শেষ গ্রন্থটির লেখক জুনায়েদ ইভান নিজের পরিচয় ব্যাক্ত করতে গিয়ে বলেন, 'একবার এক বইয়ের মলাটে লেখক পরিচিতি বয়ানে একটা লেখা পড়েছিলাম, অনেকটা এ-রকম: লেখকের পরিচয় তার গ্রামের বাড়ির ঠিকানায় থাকে না। লেখকের পরিচয় বইয়ের প্রত্যেকটি পৃষ্ঠায়, শব্দে-শব্দে, অক্ষরের ভেতরে মিশে থাকে। আমার কাছেও তাই মনে হয়। বইয়ের ভেতরে যে চরিত্রগুলো ভিন্ন ভিন্ন মতে একমত হন, সেখানে কোনো এক ফাঁকে লেখক লুকায়িত। লেখক এবং তাঁর চরিত্র পৃথক সত্তা, তবু কোথাও-না-কোথাও তাদের মধ্যে এক ধরনের অন্তমিল খুঁজে পাওয়া যাবে।'

শিহাব একজন পঞ্চাশোর্ধ অবিবাহিত মানুষ। পেশায় একজন লেখক। একদিন সকালে তিনি তার রুমমেট হাসানকে আত্মহত্যা করার জন্য একটা দড়ি কিনতে বাজারে পাঠালেন। হাসান বেলা গড়িয়ে সন্ধ্যার পর হাতে একটা একুরিয়াম নিয়ে ঘরে ফিরলো। পলিথিনে মোড়ানো প্যাকেট থেকে দুটো গোল্ডফিশ রাখতে রাখতে বলল, "এই মাছগুলোকে প্রতিদিন খাবার দিলে একটা সময় তারা তাদের মালিককে আলাদা করে চিনতে পারে।" "সেটা ঠিক আছে, তোমাকে তো দড়ি কিনতে পাঠিয়েছিলাম। আজ বিকেলে পৃথিবী বরাবর তিন পৃষ্ঠার একটা চিঠি লিখে তোমার আত্মহত্যা করার কথা ছিল।" হাসান পকেট থেকে একটা সিগারেট বের করে বলল, "আমি আত্মহত্যা করবো না।" অতঃপর শিহাব তাকে বিকল্প একটা সমাধান দিলেন। বললেন, "ফাঁস নিতে ভয় পেলে বইয়ের পাতায় পটাসিয়াম সায়ানাইড মিশিয়ে রাখবে। পৃষ্ঠা উল্টানোর সময় হাতে লেগে তারপর জিহবায় মিশে গেলেই শেষ।" একজন প্রকাশক লেখককে তাড়া দিচ্ছেন। তিনি অসহায় মুখ করে বলেছেন, লিখছি তবে লেখা এগোচ্ছে না। সেই লেখা কেন এগোচ্ছে না, সেটা বুঝতে গিয়ে আরও কতগুলো জীবনকে কাছ থেকে কিংবা আড়াআড়িভাবে জানা যায়। এখানে কেউ ডিভোর্স নিয়ে একসাথে থাকছে, কেউ বাস করছে স্মৃতিহীন এক জগতে। সে এক বৃষ্টির রাতে কলিংবেলের শব্দে দরজা খুলে দেখতে পায়, ছাতা হাতে শ্যামলা মতো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলো, "কে আপনি?" মেয়েটা জবাব দিলো, "তোমার স্ত্রী। তোমার একটা অসুখ হয়েছে, তাই আমাকে চিনতে পারছো না।" আমরা হাসানের কাছে ফিরে যাই। কেন তার রুমমেট একদিন সকালে তাকে দড়ি কিনতে বাজারে পাঠালো? এরকম অনেক রহস্যের সমাধান জানতে হলে পড়ে শেষ করতে হবে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ এর ভোকালিস্ট জুনায়েদ ইভান এর লেখা প্রথম বই "শেষ" উপন্যাসটি। বইটির প্রি-অর্ডার চলছে। প্রি-অর্ডার করতে নিচের লিংক এ প্রবেশ করুন-

https://rokomari.com/book/

https://www.boibazar.com/book

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড