• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : একটা তুমি

  কাজী সায়েম রহমান

২৭ জুলাই ২০২০, ১৬:২৩
করোনা
ছবি : সংগৃহীত

আমি গোছানো প্রেম চাইনি প্রেমে মিলন চাইনি মিলনে সুখের সংসার চাইনি সংসারে পরিপূর্ণ দাম্পত্য চাইনি। আমি তোমারে চেয়েছি হৃদয়ও মাঝে। আমি কামনা করেছি শেষ বেলায় যাবার মুহূর্তে আড়চোখের একটু চাহনি, নিষিদ্ধ নগরীর লোক সমাগমে চুরি করে তাকানো একটি পলক যা কিনা নেশায় নেশায় দুটি, দুটি থেকে তিনটি একে একে ক্ষণ পেরিয়ে অপরাধ বাড়িয়েই চলে- চেয়েছি তোমার কপালের বাঁকা লাল টিপটি মাঝ বরাবর বসিয়ে দিতে চেয়েছি তোমার অভিমানে রাঙা ধারালো মুখটি দেখতে যখন সারাটা সন্ধ্যা আমার অপেক্ষায় যত্ন করে সেজে বসেছিলে, আর আসিনি বলে সব ধুয়ে ফেলেছিলে পানির ঝাপটায় আর চোখের জলে। আমি চেয়েছি আমার নির্ঘুম নিদারুন নিশীথ, আর আমার চারপাশে সিগারেটের ফাঁকা নিঃস্ব প্যাকেট, আর ফিল্টারের ছড়ানো ছেটানো বিষাদ। চেয়েছি রাতভর এলকোহলের কারবালার পিপাসা আমি চেয়েছি আমার চাওয়া পাওয়ার ক্রীতদাস হয়ে কুঁড়ে কুঁড়ে মরতে। আমি চেয়েছিলাম একটা তুমি,যাকে হেতু করে জীবন-মরন দুটোকেই দিতে পারি প্রান।

ওডি/

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড