• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : শ্বেত কাঞ্চন

  শিরিন সুলতানা

২৪ জুন ২০২০, ১৯:২০
করোনা
ছবি : সংগৃহীত

নিধিরামের ছিলো এক চারাগাছ শ্বেত কাঞ্চন ছিলো এক বোবা ছেলে যক্ষের ধন ছিলো তার পৃথিবী জুড়ে সুর ছন্দ ছিলো এক মেয়ে তার জন্মান্ধ কুঁড়েঘরে সুখ ছিলো আকাশ সমান ছিলো না কোন কষ্ট মান অভিমান জল দিতো ছেলে তার চারাগাছে রোজ ফুল কবে ফুটবে মেয়ে নিতো খোঁজ ধন ছিলো কিছু তার নামমাত্র মেয়েটারে করবে বিদায় পাইলে সুপাত্র ছেলেটার অপারেশন যদি হয়ে যায় পাঠা বলি দিবে ভগবান শিবের পা'য় হারায়েছে ঘরণীরে কবে কোন কালে জোড়া মানিক নিয়ে দিন কাটে একহালে। দিনে দিনে বড় হলো চারাগাছ, শ্বেত কাঞ্চন সন্তানেরও অধিক তার লাগিতো আপন ভোর বেলা উঠিয়া দেখে তাহার ছেলে ফুল কতক ফুটিয়াছে পাঁপড়ি মেলে সহসা বোবা ছেলে দৌড়ে যায় ঘরে বোনেরে পারেনা বুঝাইতে আর, ফুল যে আজ ফুটেছে গাছের প'রে তা দেখিয়া , আফসোস দানা বাঁধে নিধিরামের মনে আজই কহিবে কথা বড়বাবুর সনে শহরে নিয়া মেয়েরে করিবে আপন চক্ষু দান মেয়ে তার জগৎ দেখিলে জুড়াইবে তাহার প্রাণ বাড়িখানা রাখিলো বন্ধক, নিলো সাথে জমালো টাকা সকলের কাছে বিদায় লইয়া ছেলেমেয়ে সাথে করে নিধিরাম চলিলো ঢাকা দুই চোখ স্বপ্নে বিভোর মনে বড় আশা ভগবান রে ডেকে কয়, করিওনা নৈরাশা। ভগবান শুনেনি কথা, করেনাই মাফ আগের জনমে না জানি করেছিলো কি পাপ! মুখোমুখি সংঘর্ষ হলো দুই বাসে মরিলো অভাগা নিধিরাম, মরিলো দুই সন্তান তার পাশে। আকাশ কাঁদিয়া কয়, অভিশাপ দেই তোরে হে শ্বেত কাঞ্চন নাইবা ফুটাইতি তুই এই অভিশপ্ত ফুল , বাঁচিয়া থাকিতো নিধিরাম বাঁচিয়া থাকিতো তাহার যক্ষেন ধন

ওডি/

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড