• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : ডাক্তার 

  ফারুকী গালিব

১৯ জুন ২০২০, ২৩:১৫
করোনা
ছবি : প্রতীকী

কখনো তিনি ফেরেশতা, কখনো ডাকো কসাই ডাক্তার তার নাম, তিনি ডাক্তার মশাই। কখনো তিনি ছিনিয়ে আনেন মৃত্যুর দুয়ার হতে, কখনো লড়েন যমরাজের সাথে একলাই। ডাক্তার তার নাম, তিনি ডাক্তার মশাই। কখনো তিনি জীবন উৎসর্গ করেন, ছুটে বেড়ান আর্তমানবতার সেবায়। ডাক্তার তার নাম, তিনি ডাক্তার মশাই। কখনো তাকে গাল দাও, কখনো ধরো পায়, ডাক্তার তার নাম, তিনি ডাক্তার মশাই। অসুখ হলে স্যার স্যার, সেরে গেলে কৃতজ্ঞতা প্রকাশের সময়ও তোমার নাই, ডাক্তার তার নাম, তিনি ডাক্তার মশাই। অনিচ্ছাকৃত ভুল হলে মাথায় রড়ের বাড়ি মারো, সেরে গেলে টাটা বাই বাই, ডাক্তার তার নাম নাম, তিনি ডাক্তার মশাই। কখনো দাও দেবতার আসন, কখনো মেরে ফেলো অবলীলায়, ডাক্তার তার নাম, তিনি ডাক্তার মশাই। তিনিও তো কারও পিতা, কারো স্বামী কিংবা কারো ভাই, কতজন বসে থাকে তার একটু সান্নিধ্যের অপেক্ষায়। ডাক্তার তার নাম, তিনি ডাক্তার মশায়। দিনরাত এক করে সে সেবা করে যায়, পরিবার পরিজন ভুলে সে তোমারই সেবায়। ডাক্তার তার নাম, তিনি ডাক্তার মশাই। তোমার জন্য যে এতকিছু করে তবুও তাকে তোমরা মেরে ফেলে অবলীয়ায়, পাষান হৃদয় শূন্যতায়। ডাক্তার তার নাম,তিনি ডাক্তার মশায়। মারার আগে দেখো ভেবে তিনিও মানুষ, মানুষ মাত্রই ভুল, ভুলের উর্ধ্বে কেউ নাই। ডাক্তার তার নাম, তিনি মাননীয় ডাক্তার মশাই। তোমাদের সেবা করতে গিয়ে কতকিছুই না সে হারায়, তবুও তোমরা তার প্রাণ কেড়ে নাও ভীষণ স্পর্ধায়। ডাক্তার তার নাম, তিনি ডাক্তার মশাই। লেখা হয়না তার নাম ইতিহাসের পাতায়, নীরবে নিভৃতে তবু সেবা করে যায়। ডাক্তার তার নাম, তিনি ডাক্তার মশাই। জীবনের মূল্য যদি নাইবা পারো দিতে, সম্মান দিতে কখনো ভুলোনা ভাই। ডাক্তার নাম তার, তিনি মহান মানুষ, তিনি আমাদের সকলের ডাক্তার মশাই। আপনাকে স্যালুট জানাই, মাননীয় ডাক্তার মশাই।

ওডি/

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড