• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘পুতুলের সন্ধ্যা’

  সাহিত্য ডেস্ক

১৩ জুন ২০২০, ২১:১৩
নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘পুতুলের সন্ধ্যা’
(ছবি : প্রতীকী)

আবার সহজে তারা ফিরে আসে আষাঢ়-সন্ধ্যায়। তারা ফিরে আসে। কাগজের সানন্দ তরণী, সাদা মাটির বিড়াল– মুখে মস্ত ইলিশের পেটি। ফিরে আসে কাঠের জিরাফ, সিংহ, কাকাতুয়া, আহ্লাদী পুতুল; উড়ন্ত কিন্নরী; খড়কুটা ও কাপড়ে ফাঁপানো ভীষণ মোটা শাশুড়ি, তরুণী বধূ, ফুল, লতাপাতা; কুরুশ-কাঁটার পদ্ম। একদা ফিরতেই হবে জেনে সকলেই তারা আষাঢ়-সন্ধ্যায় সহজ খুশিতে ফেরে ‘মনে-রেখো’-ছবির শৈশবে।

সবাই সহজে ফেরে। সময়ের কাঁটা ঘুরিয়ে আবার যেন শৈশব-দিবসে ফেরা বড়ই সহজ। কাঠের আলমারি কিংবা কলি-না-ফেরানো দেওয়ালের শূন্য জমি আষাঢ়-দিবসে আবার সহজে তাই ভরে ওঠে, উপ্সরা-কিন্নরী- জিরাফ-শাশুড়ি-বউ-সিংহ-কাকাতুয়ার বিভায়। যেন অনায়াসে কোনো প্রাচীন জনতা সমস্ত আইন ফাঁকি দিয়ে সন্ধ্যার চৌরঙ্গী রোড একে-একে নির্বিকার পার হয়ে যায়– সহজ আনন্দে, হাতে হ্যারিকেন-লণ্ঠন ঝুলিয়ে।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড