• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : শাহবাগ নেই শুধু শাহবাগ মোড়ে

  মুহম্মদ নূরুল হুদা

২৯ মে ২০২০, ১২:২৫
শাহবাগ
ছবি : সংগৃহীত

চলো ভাই চলো বোন চলো শাহবাগ মহানগরীর মুখ চলো শাহবাগ মহাজনতার মুখ চলো শাহবাগ প্রজন্মের জয়ী মুখ চলো শাহবাগ পিজি আর জাদুঘর পাশে শাহবাগ নজরুল জয়নুল পাশে শাহবাগ জনকের বজ্রধ্বনি পাশে শাহবাগ সার্বভৌম হে তর্জনী পাশে শাহবাগ শাহবাগ নেই শুধু শাহবাগ মোড়ে শাহবাগ নেই শুধু ঢাকার শহরে শাহবাগ নেই শুধু নগর-বাংলায় যেখানে বাঙালি যায়, শাহবাগ যায় অলিগলি তেপান্তর আজ শাহবাগ পাখপাখালির ডানা আজ শাহবাগ মেঠোপথ বালুচর আজ শাহবাগ বাঙালির পথচিহ্ন আজ শাহবাগ রবীন্দ্রনাথের বাংলা আজ শাহবাগ নজরুলের জয় বাংলা আজ শাহবাগ মুজিবের জয় বাংলা আজ শাহবাগ জনতার জয় বাংলা আজ শাহবাগ চলো ভাই চলো বোন চলো শাহবাগ এ বাংলার জলস্থল চলো শাহবাগ এ বাংলার নভোতল চলো শাহবাগ এ বাংলার প্রতি ইঞ্চি চলো শাহবাগ খুনির বিচার আছে আছে শাহবাগ জনতার রায় আছে আছে শাহবাগ ফাঁসির মঞ্চ আছে আছে শাহবাগ রাজা নেই রাণী নেই আছে শাহবাগ চলো ভাই চলো বোন চলো শাহবাগ হাতে হাত কাঁধে কাঁধ চলো শাহবাগ শ্লোগানে ও গানে গানে চলো শাহবাগ গণতন্ত্র জপমন্ত্র চলো শাহবাগ আরেকবার বাহান্ন চলো শাহবাগ আরেকবার একাত্তর চলো শাহবাগ আরেকবার পুণ্যবাংলা চলো শাহবাগ আরেকবার সাম্যবাদ চলো শাহবাগ সকালে সূর্য জ্বলে চলো শাহবাগ দুপুরে শৌর্য জ্বলে চলো শাহবাগ বিকেলে জনতা জ্বলে চলো শাহবাগ দিনে আলো রাতে আলো আলো শাহবাগ

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড