• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : সাংবাদিক

  জাহিরুল মিলন

১৭ মে ২০২০, ১০:৩২
কবিতা
ছবি : সংগৃহীত

তুমি সত্য তুমি যোদ্ধা তুমি অকুতোভয় বীর যত মিথ্যার শৃঙ্খল আছে ভেঙ্গে কর চৌচির।

তুমি বলাকার মত স্বাধীন সত্যে অবিচল মিথ্যার বিরুদ্ধে মাইন।

কাগজ তোমার বর্ম কলম তোমার অস্ত্র লেখ তুমি যত অন্যায় অবিচার বাধাকে তুমি অতিক্রম কর অন্যায়ে হবে ক্ষুরধার।

তুমি দুরন্ত তুমি বারুদ ঠাসা বোমা সত্যের সাথে গলাগলি মিথ্যার নেই ক্ষমা।

কালি, কলম, কাগজ সাথে ক্যামেরা চেপে কাঁধে চলেছে সে সংবাদ খোঁজে পৃথিবী থেকে চাঁদে।

তুমি শান্ত তুমি মমতার আধার তুমি রুদ্রমূর্তি শত্রুদলন বাধার।

অসহায় নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়াও তুমি স্বজন মনে এগিয়ে যাও বীরদর্পে বিপদসংকুল ক্ষণে।

তুমি মানবতা তুমি সূর্যরথ বাগ তুমি রুষ্ট তুমি দৃঢ় কঠোর রাগ।

সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য তোমার সেটা অজানা মর্ত পাতাল যেথায় যাও নেই কো তোমার মানা।

মরণে তুমি শহিদ বাঁচলে হবে গাজী ভঙ্গুর পথ, শত্রু চারিদিক তবুও যেতে রাজি।

তুমি নির্মম তুমি ভয়হীন অজগর ঝাঁপিয়ে পড় সংবাদে তুচ্ছ মৃত্যু জ্বর।

দুর্গম পথ, বজ্রপাত, ঝড়-ঝঞ্জা মাড়িয়ে চলেছ জীবন রেখে বাজি বিপদ ভেদিয়া বুক পাতো তুমি দেশের তরে জীবন দিতেও রাজি।

সত্য মিথ্যা খুঁজে পেতে ছোটে যে দিকবিদিক সেই হল দেশপ্রেমী সেইতো সাংবাদিক।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড