• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : হারানো তুমি

  আইরিন

০৮ মে ২০২০, ১২:০৪
হারানো তুমি
ছবি : সংগৃহীত

প্রথম কবে, আমার মনে, তোমার জন্য ভালোবাসা ঠাঁই পেয়েছিলো, জানিনা। সেদিন কি তিথি? কি নক্ষত্র? কি লগ্ন ছিলো খতিয়ে দেখিনি কোনদিন। সময়ের উত্তাপে, হৃদয়ের দাবানলে এখনও রোজ পুড়ি। কখনও কোনদিন তুমি সেই খবর রেখেছো কি?

যুক্তিহীন প্রত্যাশাগুলো, আজ অন্ধকারে হারিয়ে যায় । রাত বাড়ার সাথে সাথে, হৃৎপিন্ডের ক্রমাগত ধুক ধুক শব্দ বাড়তে থাকে। এমনতো কথা ছিলোনা। প্রতিশ্রুতি দিয়েছিলে, ঘর বাধবে আমার সাথে। তোমার নৈমিত্তিক হাসি দিয়ে, শুরু হবে আমার প্রতিটি দিন। কই? কোথায় তোমার হাসি? তোমার সেইসব প্রতিশ্রুতি?

তোমার উপর আমার কোন অভিমান নেই। অভিমানতো আমার কেবল বিষাদের প্রতি, সময়ের প্রতি, দুরত্বের প্রতি। তোমাকে হারনোর ভয় ছিলো, তবে হারিয়ে ফেলবো ভাবিনি, কোনদিনই।

মনে আছে? বৈশাখের মেলা থেকে, দুজোড়া চুড়ি এনেছিলে আমার জন্য। কত সব দামি উপহারের মধ্যে, ওই দুই জোড়া চুড়িই আমি যেন চোখে হারাতাম। যেন মনে হতো এই চুড়ি দিয়েই, আমাকে বেধে রেখেছো, অতি যতনে। এ বন্ধন আমি ভুলি কি করে? এ যে আমার হৃদয়ের বন্ধন।

হারিয়ে যাওয়াকেই কি চলে যাওয়া বলে? চলে যাওয়াকেই কি হারিয়ে যাওয়া বলে?

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড