• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওয়াহেদ সবুজের কবিতা : বৃষ্টিকে দাও অশ্রুজলের সুখ

  সাহিত্য ডেস্ক

২৮ মার্চ ২০২০, ১৭:৩৩
পাখি
ওয়াহেদ সবুজের কবিতা : বৃষ্টিকে দাও অশ্রুজলের সুখ

ওই পাখিটার ঘোলাটে চোখে তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ আকাশ-নীলের ঝাপসা বুকে সাদার ভেতর, তাকিয়ে দেখ সমুদ্রে- ওই দিগন্তে যে উথাল-পাথাল, সবুজ পাতার ধুলোয় জমা প্রাচীন ওই স্নিগ্ধ শরীর তাকিয়ে দেখ।

এই পৃথিবীর তরুণ বুকে বার্ধক্যের আর্তনাদে মন ভাসিয়ে, হালকা গড়ন হাওয়ার গায়ে চর্বিজমা যন্ত্রণাতে বন্দী হয়ে, শুষ্কমরু চেরাপুঞ্জির হৃদয়ক্ষতে ভীষণ বেদন-কাব্য ছুঁয়ে ভরাট বুকের এমাজনের হাহাকারটা তাকিয়ে দেখ।

সমুদ্রতীর-বালুকণা অথবা সে নুড়িপাথর- মাটির বুকে আশ্রিত যে, তাদের কাছে কান পেতে দাও, শুনতে পাবে দারুণ করুণ চিৎকারে সব মুখরিত আকাশ-পাতাল; জানতে পাবে সবকিছুতেই প্রাণ আছে এক ভিন্ন রূপে, সব প্রাণেরই দুঃখ আছে, আঘাত সয়ে টিকে থাকার গদ্যবাহী ভীষণ ভারি রুক্ষ-কঠিন গল্প আছে!

আরও পড়ুন : তাজবীর সজীবের গল্প : ভাগ্যবতী

এই তো সময়- যখন তুমি নরম গরম বিছানাতেও বিদ্রোহী হও, যখন তোমার স্বাধীন জীবন বৃত্তমাঝে আটকে থাকা বিন্দুসম, যখন তুমি বিলাসভরা আলস্যতে গভীর সুখে মাতোয়ারা হতেই পারো- বুকের ভেতর যে সুখ তোমার পায় না সাড়া; তখন নাহয় ভেবেই দেখ- পৃথিবীকেও দেবার আছে অনেক কিছু, দেবার আছে টলমলে এক স্বচ্ছতোয়া কাকের চোখের জলছোঁয়া নীল সমুদ্র আর সবুজ পাতার প্রাণভরা এক গাঢ় আকাশ, দেবার আছে মাটির বুকে বৃষ্টিমাখা বিশুদ্ধ সুখ, ভালোবাসার বার্তা নিয়ে পাহাড় চিরে দৌড়ে ফেরা এ বাতাসের মাহাত্ম্যকে তোমার কিছু দেবার আছে।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড