সাহিত্য ডেস্ক
অমর একুশে গ্রন্থমেলায় (২০২০) পাওয়া যাচ্ছে কবি ও কথাসাহিত্যিক চঞ্চল শাহরিয়ারের নতুন উপন্যাস ‘সেই মেয়ে ফেসবুকে নেই’।
উপন্যাসটি প্রকাশ করেছে জাগৃতি। প্রচ্ছদ করেছেন সানজিদা পারভীন তিন্নী। বইয়ের দাম ২২০ টাকা।
‘রাজশাহী শহরের পদ্মার পাড়ে যাই। বাবলা তলায় বসে নদী আর আকাশ দেখতে দেখতে ফেসবুক অন করি। আজো কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেই ভাবী রিয়া রিয়া।
ভুলে যাই রিয়া নেই। রিয়া কোনোখানে নেই। নেই মোবাইল ফোনে। নেই ফেসবুকে। নেই প্রিয় সার্কিট হাউজ রোডে। তবু রাজশাহীর বাতাসে হামেশাই ওড়ে চিরবসন্তের খুব অভিমানী মেয়েটির নাম।’ এভাবে এগিয়ে যায় ‘সেই মেয়ে ফেসবুকে নেই’ উপন্যাসের পাঠ।
উপন্যাসটি পাওয়া যাচ্ছে গ্রন্থমেলায় জাগৃতির স্টলে। স্টল নম্বর ৩৭৩-৩৭৫, সোহরাওয়ার্দী উদ্যান।
ওডি/এএস
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড