• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেলায় কবি জাকির আবু জাফরের ৫ বই

  নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৬
কবি জাকির আবু জাফরের নতুন বই
ছবি : সম্পাদিত

অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে কবি ও কথাসাহিত্যিক জাকির আবু জাফরের নতুন পাঁচটি বই। বইগুলো হচ্ছে- নিজস্ব মৌনতার আসর, আল মাহমুদ- যেমন দেখেছি তাঁকে, আয়না ঘরের ফুল, গুহার সাম্রাজ্যে ও নির্বাচিত কবিতা।

কবিতার বই ‘নিজস্ব মৌনতার আসর’ প্রকাশ করেছে বই পুস্তক প্রকাশনী। বইটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানের ৭২৪ নম্বর স্টলে।

স্মৃতিকথা ‘আল মাহমুদ, যেমন দেখেছি তাঁকে’ প্রকাশ করেছে সরল রেখা প্রকাশনী। বইটি পাওয়া যাবে মেলায় প্রকাশনীর ৬১৮ নম্বর স্টলে।

কিশোর উপন্যাস ‘আয়না ঘরের ফুল’ প্রকাশ করেছে লেখালেখি প্রকাশন। বইটি পাওয়া যাবে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ২৮৬ নম্বর স্টলে।

রহস্য উপন্যাস ‘গুহার সাম্রাজ্যে’ বের হয়েছে প্রিয় বাংলা প্রকাশন থেকে। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি পাওয়া যাবে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ২২৩ ও ২২৪ নম্বর স্টলে।

কবির ‘নির্বাচিত কবিতা’ প্রকাশ করেছে বিশ্ব সাহিত্য ভবন। বইটি পাওয়া যাবে মেলার ২৪ নম্বর প্যাভিলিয়নে।

জাকির আবু জাফর একাধারে কবি, ছড়াকার, ঔপন্যাসিক, গীতিকার এবং সম্পাদক হিসেবেও খ্যাতিমান। তিনি প্রায় অর্ধশতাধিক গ্রন্থের রচয়িতা। কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা পদক।

ওডি/এএস

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড