• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেলায় আজগর শামীমের প্রথম কাব্যগ্রন্থ এক মুঠো জোছনা

  নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৬
আজগর শামীমের প্রথম কাব্যগ্রন্থ এক মুঠো জোছনা
ছবি : সংগৃহীত

অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে বের হয়েছে কবি আজগর শামীমের প্রথম কাব্যগ্রন্থ ‘এক মুঠো জোছনা’।

বই‌টি প্রকাশ করেছে ইন্তামিন প্রকাশন। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারগির। মেলায় স্টল নং- ৩০৯ ও ৩১০। দাম ২০০ টাকা।

কাব্যগ্রন্থ সম্পর্কে কবি শামীম আজগর বলেন, পরিপূর্ণ ভরা পূর্ণিমায় মেঘে ঢাকা আকাশে চাঁদের লুকোচুরির খেলায় এক মুঠো জোছনার আলোয় হেঁটে যাওয়া এক তরুণ প্রেমিকের কোমল হৃদয়ের প্রতিচ্ছবি রয়েছে এই বইয়ে। স্পন্দিত প্রাণের উচ্ছ্বাস, আবেগে আপ্লুত ভাষার বহিঃপ্রকাশ কিংবা প্রতারিত, প্রবঞ্চিত, স্বপ্নভঙ্গ নতুবা বিশ্বাসভঙ্গের কষ্টে যন্ত্রণায় স্মৃতিকাতর এক ব্যর্থ প্রেমের কাব্যগ্রন্থ এই ‘এক মুঠো জোছনা’।

প্রেম, বিরহ, স্মৃতিকথন ও সমসাময়িক অন্যান্য বিষয় নিয়ে সর্বমোট ৩৬টি কবিতা নিয়ে সাজানো হয়েছে এ কাব্যগ্রন্থটিতে।

ইতোপূর্বে ২০১৬ সালের একুশে গ্রন্থমেলায় ‘শাশ্বত ভালোবাসা’ নামে তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়েছিল, যা পাঠক সমাজে ব্যাপক সমাদৃত হয়েছিল।

নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের কৃতি সন্তান শামীম আজগর। তিনি বর্তমানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে কর্মরত।

ওডি/এএস

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড