• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেলায় সোহেল বীরের নতুন বই ‘টুম্বা ভূতের উপহার’

  নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০১
সোহেল বীরের নতুন বই ‘টুম্বা ভূতের উপহার’
ছবি : সম্পাদিত

অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে বের হয়েছে কবি, গল্পকার ও শিশুসাহিত্যিক সোহেল বীরের নতুন বই ‘টুম্বা ভূতের উপহার’।

২০১৬ সালে প্রকাশিত লেখকের ‘টুটুন ও টুম্বা ভূতের’ জনপ্রিয়তার পর তারই ধারাবাহিকতায় এবার প্রকাশিত হলো টুম্বা ভূতের দ্বিতীয় পর্ব।

গল্প থেকে জানা যায়, ‘কয়েকদিনের মধ্যে বাবুদের কালিবাড়ি ভেঙে ফেলা হবে। পুরনো বটগাছটাও কেটে ফেলা হবে। সেখানে বহুতল ভবন নির্মাণ করা হবে। এতে ভূত-পরিবারের সবাই খুব উদ্বিগ্ন।’ ভূতকে অনুষজ্ঞ হিসেবে আনলেও প্রতিনিয়ত আমরা যে গাছ কেটে বন উজাড় করে ফেলছি, সে-বিষয়টি গল্পকার এখানে খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছেন।

এই বইয়ে মোট তিনটি গল্প আছে। গল্পগুলো হলো- রিয়ানের বইমেলা দেখা, একটি তালগাছের গল্প এবং টুম্বা ভূতের উপহার।

সুন্দর ও আকর্ষণীয় চাররঙা প্রচ্ছদের শিশুদের শিক্ষণীয় এই বইটির পাতায় পাতায় রয়েছে চমৎকার সব অলংকরণ।

প্রচ্ছদ করেছেন দেলোয়ার রিপন এবং ছবিগুলো এঁকেছেন জয়ন্ত মালো। অক্ষরবৃত্ত প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছে। বইটির দাম মাত্র ৬০ টাকা।

বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বইমেলায় অক্ষরবৃত্ত প্রকাশনের ১৮০ নম্বর স্টলে। এছাড়া চট্টগ্রামের বইমেলায় অক্ষরবৃত্তর স্টল থেকে সংগ্রহ করা যাবে ‘টুম্বা ভূতের উপহার’ বইটি।

ওডি/এএস

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড