• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেলায় কবি ফজলুল হক তুহিনের নতুন বই

  নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৭
কবি ফজলুল হক তুহিনের নতুন বই
ছবি : সম্পাদিত

অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে বের হয়েছে কবি ও গবেষক ফজলুল হক তুহিনের নতুন শিশুতোষ ছড়ার বই ‘নীল নীল রোদ্দুর’।

ছড়ার বইটি প্রকাশ করেছে সরল রেখা প্রকাশনী (স্টল নম্বর- ৬১৮) থেকে। প্রচ্ছদ করেছেন মাসুম বিল্লাহ। মূল্য : ১০০ টাকা।

শিশুতোষ ছড়ার বইটি সম্পর্কে কবি জানান, শিশুর রঙিন ও দুরন্ত মনের ইচ্ছে ডানা, শৈশব ও কৈশোর জীবনের বৈচিত্র্য এবং শিশুর জগৎ নিয়ে এই বইয়ে ছড়ার ছন্দে লেখা হয়েছে। নানা ধরনের চমৎকার ছড়াগুলো শিশুদের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া বইমেলায় তার কবিতা ও গবেষণাগ্রন্থ পাওয়া যাচ্ছে। ‘বিহঙ্গ পিঞ্জর’, ‘বাজাও আপন সুর’, ‘সুন্দরের সপ্তপদী’, ‘দীর্ঘ দুপুরের দাগ’, ‘উজানে উৎস’ ও রঙিন মেঘের ঘুড়ি’ নামের কবিতা ও ছড়ার বইগুলো মেলার পরিলেখ প্রকাশনীতে (স্টল নম্বর- ৭১৩) পাওয়া যাচ্ছে।

‘আল মাহমুদের কবিতা : বিষয় ও শিল্পরূপ’ ও ‘বাংলাদেশের কবিতায় লোকসংস্কৃতি’ এই দুটি গবেষণাগ্রন্থ পাওয়া যাচ্ছে যথাক্রমে মাওলা ব্রাদার্স ও ইত্যাদি গ্রন্থ প্রকাশ প্যাভিলিয়নে।

ওডি/এএস

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড