• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন বইয়ের বার্তা

গ্রন্থমেলায় আদিল মাহমুদের ‘লাওয়ারিশ’

  সাহিত্য ডেস্ক

০৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৩
কবিতা
প্রচ্ছদ : কাব্যগ্রন্থ ‘লাওয়ারিশ’

অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ চৈতন্য থেকে বেরিয়েছে কবি ও সাংবাদিক আদিল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ ‘লাওয়ারিশ’। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।

আদিল মাহমুদ প্রথম কাব্যগ্রন্থ সম্পর্কে দৈনিক অধিকারকে বলেন, ‘আমাদের জীবনজুড়ে গল্প, চারপাশে গল্প, কল্পনাগুলোতেও গল্প। একইভাবে বলা যায়, জীবনজুড়ে কবিতা, চারপাশে কবিতা, কল্পনাগুলোও কবিতাশ্রিত। এ জন্য সমাজচিত্র দেখে আমার মন কখন কী অবস্থায় ছিল—তারই বৃত্তান্ত লেখা এর ভেতর। তবে সব নয়, কিছু, বাকিগুলো আমার কাছেই থাক।’

বইটি সম্পর্কে ছড়াকার ও কথাসাহিত্যিক মাসউদুল কাদির জানান, ‘আদিল মাহমুদ মূলত আঙুলের হইচই দিয়ে নিজেকে জানান দিয়েছেন। তিনি গেঁথে যান শব্দজাত কবিতা; যেখানে খেলা করে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, প্রাপ্তি-অপ্রাপ্তি, দ্রোহ ও প্রেম। কবিতায় তার আছে নিজস্ব দখল, রয়েছে কারিগরি। শব্দকে ভেতর থেকে ফুটিয়ে তোলার এক বিদ্যা জানেন আদিল, ফলে তার কবিতায় তৈরি হয় আলাদা এক ঘোর। আলাদা এক জগৎ।’

বইয়ের ফ্ল্যাপে কবি ফয়জুল্লাহ আমান লিখেছেন, ‘এই অস্থির সময়ে যে কজন তরুণের কাব্যে অনুপ্রাণিত হওয়া যায়—আদিল মাহমুদ তাদের মাঝে অন্যতম। আমরা যে সময়টিতে বাস করছি—তার গতি প্রকৃতি নির্ধারণে আরও অপেক্ষা করতে হবে। কিন্তু সময়ের স্রোত ঠিক করার ক্ষমতা এখনো কবিদের রয়েছে। তারা পারেন শুভ্রতায় ভরে দিতে ক্লেদাক্ত পৃথিবীর প্রান্তরগুলো। আমার সামনেই একজন কবির বেড়ে ওঠা। কবির শৈশব থেকে তারুণ্য পুরো সময়টা আমি দেখেছি। সেই অবুঝ বয়স থেকেই তার চোখে শুভতার ছাপ ছিল। মনটা ছিল খুবই সুন্দর। মায়াবী চোখে ছিল অজানাকে জানার বিপুল আগ্রহ। তার বিস্ময়ভরা চোখের চাহনি আজকের লাওয়ারিশ কাব্যগ্রন্থে দেখতে পাচ্ছি।’

আরও পড়ুন : গ্রন্থমেলায় আসছে তাত্ত্বিক গ্রন্থ ‘গণমাধ্যমের গন্তব্য’

উল্লেখ্য, চৈতন্য প্রকাশনী থেকে আদিল মাহমুদে ‘লাওয়ারিশ’ এর সঙ্গে বের হচ্ছে ‘ফিলিস্তিনি ক্ষতের দিনপঞ্জি’। বইটি মূলত ফিলিস্তিনের জাতীয় কবি ও আরব বিশ্বের কণ্ঠস্বর মাহমুদ দারবিশের বিখ্যাত ও জনপ্রিয় কবিতার কাব্যানুবাদ। গ্রন্থ দুটি পাওয়া যাবে একুশে গ্রন্থমেলার ২৫০-২৫১ নম্বর স্টলে।

ওডি/এসএন

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড