• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন বইয়ের বার্তা

একঝাঁক গল্পগুচ্ছের নাম বৃত্ত

  সাহিত্য ডেস্ক

৩০ জানুয়ারি ২০২০, ১৩:৪৩
কবিতা
প্রচ্ছদ : গল্পগ্রন্থ ‘বৃত্ত’

অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ চৈতন্য প্রকাশন থেকে প্রকাশ হতে যাচ্ছে অপূর্ব চৌধুরীর গল্পগ্রন্থ ‘বৃত্ত’। গ্রন্থটি পাওয়া যাবে গ্রন্থমেলার ২৫০-২৫১ নম্বর স্টলে।

আশরাফ এবং তাহমিনা। দম্পতি। সমুদ্রের ধারে বেড়াতে যায়। সঙ্গে এক বন্ধু। দু’জনেরই বন্ধু সে। ভালো বন্ধু। দম্পতি মানে পারস্পরিক স্বীকৃত বন্ধুত্ব। কিন্তু সব দম্পতি কি পারস্পরিক বন্ধু হয়ে ওঠে?

‘চাপিয়ে দেয়া বন্ধুত্ব কখনো বন্ধু নয়, বন্ধু হতে চাওয়া, বন্ধুর অভিনয় করা । জগতের বেশিরভাগ দম্পতি হয় এমন বন্ধু, নয়তো বন্ধুর অভিনয় করে যাওয়া।’

সত্যিকার বন্ধু কে?

আশরাফকে খোঁচা মারে বন্ধুটি, ‘জর্জ ক্লোনি পেয়েছে আমল, তুমি পেয়েছ তাহমিনা।’

আশরাফও কম যায় না।

- তোমরা জানো ক্লোনি ফ্রেশ ব্যাচেলর ছিল, কিন্তু আমলের আগে তালহার সাথে ক্লোনি ছিল!

তাহমিনার ঠোঁট দুটো আপনাতেই নড়ে ওঠে।

- আমরা যা পছন্দ করি, তা চাই না। আবার যা চাই, তা পছন্দ করি না।

তিনজনের মাঝে অদ্ভুত এক খেলা খেলে। দ্বন্দ্বে পড়ে যায় সবাই।

- দ্বন্দ্ব মানুষকে একদিকে যেমন আটকে দেয়, আরেকদিকে দেয়াল পার হতে উদগ্রীব করে তোলে । টানেলে আটকে থাকার চেয়ে টানেলের প্রান্তে যাবার তাড়না পেয়ে বসে। স্থির করতে পারে না কি করবে এমন পরিস্থিতিতে। মন এসবে সিদ্ধহস্ত নয়। যে কোন নতুন পরিস্থিতিতে অভিজ্ঞ মনও অনভিজ্ঞ ঘোলাটে হয়ে ওঠে।

পাশাপাশি হাঁটতে হাঁটতে তাহমিনা ছুঁড়ে দেয়, ‘পুরুষকে চেনা যায় না - যতক্ষণ পুরুষটির সাথে থাকা হয় না!’

চমকে ওঠে বন্ধু। কথাটি কার জন্যে। আশরাফ নাকি তাকে!

তাহমিনার চোখের দিকে তাকায়।

- তাহমিনা চুল ছেড়ে দিয়েছে। মুখের সামনে বার বার চুলগুলো চলে আসছে। এলোমেলোর মাঝেই সৌন্দর্যের আকর্ষণটি লুকিয়ে থাকে। পরিপাটি সাজ সুন্দর হবার চেষ্টা শুধু। ওতে আকর্ষণ ক্ষণিকের, মুছে যায় তাড়াতাড়ি। এলোমেলো পথ ধরে যে টুকু আসে - ঐটুকু খাঁটি। মনে প্রিন্ট হয়ে বসে থাকে।

জলের দিকে তাকিয়ে দুজনে হাঁটে। গন্তব্য জানে না। রাত গভীর হয়, অন্ধকার নামে।

- ঠাণ্ডা লাগছে বেশ। জ্যাকেট খুলে তাহমিনার গায়ে জড়িয়ে দিলো। একটা পুলওভার সুয়েটারে শীত যেন কভার করছিলো না তাকে। গায়ে জড়িয়ে দিতে মুখের দিকে চাইলো। চোখ দুটো ছল ছল।

তাহমিনা আর নিজেকে ধরে রাখতে পারে না।

- মেয়েদের চাওয়াগুলো অল্প। কিন্তু সেটুকু পেতেই তাদের সর্বস্ব দিয়ে দিতে হয় কখনো কখনো। আবার অনেক পাওয়াই তাদের চাওয়া নয়। চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে না চাওয়া পাওয়াটিকেই নিজের চাওয়া বানিয়ে নেয়।

আরও পড়ুন : গ্রন্থমেলায় আসছে তাত্ত্বিক গ্রন্থ ‘গণমাধ্যমের গন্তব্য’

অনেকসময় অনেক মুহূর্ত জড়ো হতে হতে একটি ছোট মুহূর্তে এসে বরফ গলে। অনেকগুলো জটলা ভেঙে একটি ছোট জটলায় সব জটলারা এসে থামে।

বৃত্তের আটটি গল্পের প্রথম গল্প ‘অভিমান’ সে জটলা ভাঙে ক্রমশ। তবে কিসের বিনিময়ে, কোথায় সে পরিণতি এসে ঠেকে। না পড়লে বোঝা যাবে না।

চমকে ওঠে সময়। শুধু মনে হয় জীবনের বৃত্তে আরেকটি জীবন থাকে।

ওডি/এসএন

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড