• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাহে জাবিনের তিনটি কবিতা

আশ্বাসের বাণী যেন কাঁচের গ্লাসের মত

  মাহে জাবিন

১৩ জানুয়ারি ২০২০, ০৯:৩৯
কবিতা
ছবি : আশ্বাসের বাণী যেন কাঁচের গ্লাসের মত (প্রতীকী)

বছর

আমিতো আমিই থাকি আমিতো আমার মত। বছর বলে- আমিতো আর সেই- আগের আমি নেই। বছর বলে বদলে গেছি আজি তোমাকে দেখেও, না দেখি।

আমি বলি এত পাষাণী কেন হলে আজি তুমি? বছর বলে পাষাণী হতে- বারণীয় করায় ঐ- দিনপঞ্জিগুলি। বছর বলে এত পাষাণী, কেন হয়েছি সেখানে? আশার আলোয়, আলোকিত হোক। ব্যবধান হোক, সব বেদনা। দিনপঞ্জিতে আমি বার মাসে নতুন বছর নিয়ে, ঘুরে ফিরে আসি।

নিস্তব্ধ মনে

আজই নিস্তব্ধ মনে বসে আছি এক কোণে এক কোণে বসে আছি তখন- যখন বিশ্বাসটা কাঁচের গ্লাসের মত- যা হাত থেকে পড়লে হয় চূর্ণ-বিচূর্ণ।

নিরাপত্তা যখন থাকছে না কোনখানে তখন নিস্তব্ধ মনে শুধুই আশ্বাস আশ্বাসের বাণী দেশজুড়ে বিশ্বজুড়ে আশ্বাসের বাণী যেন কাঁচের গ্লাসের মত।

যা হাত থেকে পড়ে, বারবারই ভেঙ্গে যায়। তখনই নিস্তব্ধ মনে, ফিরে যায় এক কোণে।

সগর্বের পুলক

ঋজু গ্রীবায় মাথা দুলিয়ে নেই ঐ সগর্বের পুলক। রয়ে-সয়ে থাকার দিন নেই, মুখোমুখিতে আজি মুখরিত। রুষ্টের পর রুষ্ট, নেই কোন শিষ্ট। পরতে পরতে সগর্বের পুলক, সগর্বের পুলকে রক্তারক্তির উথান।

পথিক তুমি পথ হারিয়েছ ফাঁকিবাজরাই পথ হারায় সগর্বের পুলক খাটায় ঢাকার রাজপথের ভাগাড়ের মতো- মুখে রুমাল চেপে সবাই- সগর্বের পুলকে সুবিধাপ্রাপ্তিরা পুলকিত।

আরও পড়ুন- মা আমার পাঁচ ওয়াক্ত নামাজ ছিল

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড