• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঐতিহ্য-রোদ্দুরের নির্বাচিত সেরা পাণ্ডুলিপি ঘোষণা

  সাহিত্য ডেস্ক

১৪ ডিসেম্বর ২০১৯, ১১:৩৭
ছবি
ছবি : সম্পাদিন

প্রকাশনা সংস্থা ঐতিহ্য এবং সাহিত্য গ্রুপ রোদ্দুরের যৌথ আয়োজনে চলতি বছরের অক্টোবরে পাণ্ডুলিপি আহ্বান করা হয়। সারাদেশ থেকে আসা পাণ্ডুলিপিগুলো চূড়ান্ত যাচাই-বাছাই শেষে ঘোষণা করা হয়েছে সেরা পাণ্ডুলিপি।

মানসম্মত পাণ্ডুলিপি আসার ফলে যাচাই-বাছাইয়ে হিমশিম খেতে হয়েছে ঐতিহ্য-রোদ্দুর সম্পাদনা পরিষদকে। পাণ্ডুলিপি সেরা নির্বাচিত হয়েছে উপন্যাসে হাসান হামিদের ‘চেহেল সেতুন’ এবং গল্পসংকলন ‘ত্রি’। গল্পসংকলন ‘ত্রি’তে স্থান পেয়েছে গল্পকার আখতার বানু জলি, তিতু হাসান, সুরভী হাসনিন গল্প।

সাহিত্যের গ্রুপ রোদ্দুরের প্রতিষ্ঠাতা কবি ও লেখক মেহেদী হাসান তামিম বলেন, ‘ঐতিহ্য-রোদ্দুর পাণ্ডুলিপি আহবানের পর যে অভূতপূর্ব সাড়া পেয়েছি তাতে আমরা কৃতজ্ঞ। শুরুতে বলা হয়েছিলো প্রাপ্ত পাণ্ডুলিপি থেকে ১টি পাণ্ডুলিপি অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ করবে ঐতিহ্য। তবে নির্ধারিত সময়ে এত বেশি মানসম্মত পাণ্ডুলিপি পেয়েছি যার কারণে সেরা পাণ্ডুলিপি নির্বাচনে ঐতিহ্য-রোদ্দুর সম্পাদনা পরিষদকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। নির্বাচিত সবাইকে অভিনন্দন! প্রথমবারের অভিজ্ঞতায় ভবিষ্যতে এই পাণ্ডুলিপির সংখ্যা বাড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, নির্বাচিত পাণ্ডুলিপি একুশে গ্রন্থমেলা-২০২০ এ প্রকাশ হবে। গ্রন্থ দুইটি প্রকাশ করবে ঐতিহ্য প্রকাশনী

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড