• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঠোঁটের ওপরের অংশ যদি বার বার ঘামে

  লাইফস্টাইল ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২২
ঘাম
ছবি : প্রতীকী

আপার লিপ বা ঠোটের উপরিভাগে ঘাম হওয়া সমস্যায় ভোগেন অনেকেই। বিশেষত গরমে নাকের নিচে ঘাম জমে। বেশ অস্বস্তিকর বিষয় এটি। যাদের নাকের নিচে ঘামে, তারা ঘাম থেকে মুক্তি পেতে কাজে লাগাতে পারেন কিছু কৌশল। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী-

● দিনের বেলায় মুখে যদি কোনো ডে ক্রিম বা সানব্লক লাগান তবে নাকের নিচের অংশে তা মাখবেন না। ক্রিমের কারণে এই অংশ বেশি ঘামায়।

● মানুষ যখন স্ট্রেস বা মানসিক চাপে থাকে তখন ঘামে বেশি। তাই মানসিক চাপ কমিয়ে দিন। এতে ঠোঁটের ওপরের অংশ কম ঘামবে।

● অনেকেই ঘাম থেকে বাঁচতে মুখে একগাদা ফাউন্ডেশন লাগান। এই কাজটি একদমই করবেন না। কারণ, ফাউন্ডেশন লাগানোর ফলে ওই অংশ আরও বেশি ঘামে।

● বাজারে ঘামরোধী অনেক প্রসাধন পাওয়া যায়। এসব প্রসাধন কেনার সময় সেগুলো মুখে ব্যবহার উপযুক্ত কী না দেখে নিন।

● শুধু যে মুখে গরম লাগলেই নাকের নিচে ঘামে তা নয়। পুরো শরীরের তাপমাত্রাই নির্ভর করে এর ওপর। তাই আঁটসাঁট পোশাক না পরে গরম কম লাগবে এমন পোশাক পরুন।

এসব উপায় কাজে লাগানোর পরও যদি নাকের নিচে ঘাম জমে তবে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড