• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাড়তি কোমল পানীয় দিয়ে করতে পারেন এসব কাজ

  লাইফস্টাইল ডেস্ক

২৪ আগস্ট ২০১৯, ১৫:৫৩
কোমল পানীয়
ছবি : প্রতীকী

কোনো উৎসব হলে কিংবা বাড়িতে মেহমান এলে কোমল পানীয় কেনা হয় একটু বেশি করেই। অনেক সময় সবাই খাওয়া শেষেও খানিকটা পানীয় থেকে যায় বোতলে। ঝাঁজ চলে যাওয়ায় শেষটুকু কেউ খেতেও চায় না। তাই বলে কি বাড়তি এই কোল্ড ড্রিংক ফেলে দেবেন?

কোমল পানীয় দিয়ে কিন্তু দারুণ সব ঘরোয়া কাজ করা যায়। চলুন জেনে নিই কী কী কাজে এই ফেলনা কোল্ড ড্রিংক ব্যবহার করতে পারেন-

একটি ছোট বাটিতে সফট ড্রিংক নিয়ে বাগানে বা ফুলগাছের নিচে রাখুন। এই গন্ধে আকৃষ্ট হবে পোকা-মাকড়। সফট ড্রিংকে থাকা অ্যাসিডিটি পেস্ট কন্ট্রোলে সাহায্য করে।

ফ্রিজে রাখা খাবারে বরফ জমেছে? দ্রুত বরফ ছাড়াতে চাইলে জমাট বাঁধা খাবারের ওপর সফট ড্রিংক ঢেলে দিন। দ্রুত বরফ গলে যাবে।

থালা বাটি থেকে পোড়া দাগ, কেটলিতে জমা চায়ের দাগ তুলতে সাহায্য করে কোমল পানীয়। পোড়া দাগের ওপর কোল্ড ড্রিঙ্ক ঢেলে হালকা গরম করে নিন। পোড়া দাগ উঠে যাবে সহজেই।

কাপড়ে চায়ের দাগ, খাবারের দাগ কিংবা রক্তের দাগ পড়েছে? দাগ তুলতে ব্যবহার করুন কোল্ড ড্রিংক। কোমল পানীয় ঢেলে হালকা ঘষে ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।

চুলে চুইংগাম লেগে গেছে? এক্ষেত্রেও আপনাকে মুক্তি দিতে পারেন সফট ড্রিংক। চুলে চুইংগাম লাগা অংশ চুইংগাম দিয়ে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর ধুয়ে ফেলুন।

দেখলেন তো, কোক দিয়ে কত দারুণ কাজ করা যায়? আজ থেকে তবে বাড়তি কোমল পানীয় না ফেলে ঘরোয়া এসব কাজে লাগান।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড