• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

লাবণ্যময় ত্বক পেতে চড় মারুন নিজেকে!

  লাইফস্টাইল ডেস্ক

০৩ আগস্ট ২০১৯, ১০:০৮
ত্বক
কোরিয়ান তারকা কিম সো ইউন; (ছবি- ইন্টারনেট)

সুন্দর হতে কে না চান? মসৃণ আর আকর্ষণীয় ত্বক পাওয়া যেন বেশিরভাগ মেয়ের স্বপ্ন। এই যেমন কোরিয়ান আর চীনা নারীদের সৌন্দর্যে মুগ্ধ হন সবাই। জানতে চান এই সৌন্দর্যের রহস্য। ত্বক ভালো রাখতে আমরা বেশ সচেতন থাকি। ত্বকে যেন কোনো আঘাত না লাগে সেদিকে খেয়াল রাখি।

কেমন হবে যদি শোনেন, এই ত্বক ভালো রাখতে নিজেকে চড় মারতে হবে! শুনতে অদ্ভুত লাগলেও ত্বক বিশেষজ্ঞরা জানাচ্ছেন এমন কিছু করলেই সুন্দর ত্বকের অধিকারী হতে পারবেন আপনি। কোরিয়া আর চীনা নারীরা নাকি নিজের ত্বকের জন্য এমন উদ্ভট পদ্ধতিই কাজে লাগান।

ত্বক বিশেষজ্ঞদের মতে, কোরিয়ান তরুণীদের মত সুন্দর ত্বক পেতে নিজের ত্বকে চড় মারতে হবে। কী লাভ হবে এই চড়ে? চলুন জেনে নেওয়া যাক-

● আঙুলের সাহায্যে ধীরে ধীরে মুখের ত্বকে আঘাত করলে রক্ত চলাচল বাড়ে। আর এই রক্ত চলাচল বৃদ্ধি পাওয়ায় ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পায়।

● চড় দেওয়ায় ত্বক ভেতর থেকে উজিবিত হয়। এটি নতুন কোষ তৈরি করে যার ফলে ত্বকে দীর্ঘদিন তারুণ্য বজায় থাকে। দামি দামি ক্রিমও এ কাজ করতে ব্যর্থ।

● ত্বক কোমল ও নরম করে হয় এ কাজ করলে।

● চড় মারাকে মুখের বিউটি সিস্টেম হিসেবে ধরা হয়। এটি কোলাজেন উৎপন্ন করে যা ত্বক থেকে বলিরেখা কমায়।

তবে মনে রাখবেন, ত্বকে চড় মারা মানে জোরে জোরে আঘাত করা করা নয়। আলতো হাতে ধীরে ধীরে ত্বকে আঘাত করতে হবে। তাতেই ত্বক হবে কোমল, নমনীয় ও লাবণ্যময়।

আপনি কি সুন্দর ত্বকের অধিকারী হতে চান? তবে অবসর পেলেই নিজেকে আলতো করে চড় মারুন, উপকার পাবেন দ্রুত।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড