• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

শখের গয়নার যত্ন ঠিকভাবে নিচ্ছেন তো?

  লাইফস্টাইল ডেস্ক

২৭ জুলাই ২০১৯, ০৮:৪১
গয়না
নরম কাপড় দিয়ে গয়না মুছুন; (ছবি- ইন্টারনেট)

লাল কুর্তিটার সঙ্গে কোরাল পাথরের লম্বা মালা, মাল্টি কালারের জামদানির সঙ্গে কাঠের গয়না, এক রঙা কামিজটার সঙ্গে আফগানি গয়না আর অফিসে প্রতিদিন যাওয়ার জন্য ছোট্ট মুক্তার দুটো টপ— বেশিরভাগ নারীরই ভালোলাগার একটি বড় স্থান দখল করে রাখে শখের গয়না। যুগ যুগ ধরে নিজেদের পছন্দের গয়নাগুলোকে যত্ন করে রাখেন তারা।

আপনি কি একজন গয়নাপ্রেমী? সঠিকভাবে গয়নার যত্ন নেন তো? ভাবছেন গয়নার আবার আলাদা করে যত্ন নেওয়া কী আছে। অথচ ছোটখাটো কিছু ভুলের কারণেই প্রতিদিন নষ্ট হচ্ছে আপনার শখের গয়না। প্রশ্ন থাকতে পারে কীভাবে গয়নার যত্ন নেবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক-

● গা ভর্তি গয়না পরে পারফিউম ব্যবহার করেন আপনি? এ অভ্যাস ছাড়ুন। কারণ, গয়নার ওপর সরাসরি সুগন্ধি ব্যবহার করলে এর ধাতু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।

● ব্যবহারের পর গয়না তুলে রাখার আগে নরম কাপড় দিয়ে গয়না মুছে নিন। ঘাম কিংবা মেকআপ গয়নার জন্য ক্ষতিকারক।

● গয়না খালি বাক্সে না রেখে তুলো বা স্পঞ্জ মুড়িয়ে রাখুন। খোলা স্থানে রাখলে মেটালের গয়না কালচে হয়ে যায়।

● মুক্তা কিংবা পাথরের গয়না অন্য গয়নার সঙ্গে রাখবেন না। এতে মুক্তা বা পাথরের উজ্জ্বলতা কমে যায়।

● দীর্ঘদিন ব্যবহার করতে চাইলে নিয়মিত গয়না পরিষ্কার করুন। এতে গয়নার ঔজ্জ্বল্য বজায় থাকবে। তবে লিকুইড সাবান ব্যবহার করতে যাবেন না। নরম কাপড় দিয়ে গয়না মুছে নিলেই হয়।

● হাতে বানানো গয়নাগুলো খুব নাজুক হয়। তাই এ ধরণের গয়না সাবধানতার সঙ্গে ব্যবহার করুন।

● কাঠের বানানো গয়নার সঙ্গে অন্য গয়না পরবেন না। এতে গয়নায় গায়ে দাগ পড়ে সৌন্দর্য নষ্ট হয়।

সঠিকভাবে গয়নার যত্ন নিতে জানলে দীর্ঘদিন তা টিকে। আর তাই, আপনার শখের গয়নার যত্ন নিন সঠিক উপায়ে।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড