• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

২ মিনিটেই তৈরি করুন এয়ার ফ্রেশনার!

  লাইফস্টাইল ডেস্ক

০১ জুন ২০১৯, ০৯:২২
এয়ার ফ্রেশনার
ঘরোয়া উপায়েই তৈরি এয়ার ফ্রেশনার; (ছবি- ইন্টারনেট)

গত কয়েক সপ্তাহ থেকেই গরমে অতিষ্ঠ জনজীবন। তার সঙ্গে হুটহাট বৃষ্টি তো আছে। সবকিছু মিলিয়ে আবহাওয়া যেন গুমোট। আর এর ফলে ঘরের ভেতরে সৃষ্টি হচ্ছে বিচ্ছিরি গন্ধ। গরমের ঘামের গন্ধ, বৃষ্টি ভেজা পোশাকের স্যাঁতস্যাঁতে ভাব সবকিছু থেকে মুক্তি পেতে অন্দরমহলের বাতাস হওয়া দরকার সতেজ।

এ কাজের জন্য ব্যবহার করা হয় এয়ার ফ্রেশনার যা বাতাস থেকে দুর্গন্ধ দূর করে এনে দেয় সতেজতা। কিন্তু সবার পক্ষে কি আর বাজার থেকে কিনে এয়ার ফ্রেশনার ব্যবহার করা সম্ভব? আচ্ছা, কেমন হয় যদি ঘরেই তৈরি করে ফেলেন উপকারী এ জিনিস? তাও আবার নামমাত্র খরচে!

হ্যাঁ, মাত্র তিনটি উপাদান দিয়েই ঘরোয়া উপায়ে এয়ার ফ্রেশনার বানানো যায়। চলুন জেনে নিই এর প্রস্তুত প্রণালি-

যা যা লাগবে-

বেকিং সোডা- ১ চা চামচ লেবুর রস- ১ টেবিল চামচ পানি- ২ কাপ (৫০০ মিলি)

যেভাবে প্রস্তুত করবেন-

● সবগুলো উপাদান একটি পাত্রে নিয়ে ভালো করে চামচ দিয়ে নিন। যতক্ষণ না শব্দ সৃষ্টি হয়, নাড়তেই থাকুন।

● ভালোভাবে মেশানো হলে এই মিশ্রনটুকু একটি স্প্রে বোতলে ভরে নিন।

● ব্যস, তৈরি হয়ে গেলো এয়ার ফ্রেশনার। আর এই পুরো কাজটি করতে আপনার সময় লাগবে মাত্র ২ মিনিট।

ঘরকে সুগন্ধময় রাখতে ঘরোয়া উপায়ে তৈরি এই ফ্রেশনার দিনে দুই/তিনবার স্প্রে করুন। ঘর ভরে উঠবে মিষ্টি সুবাসে।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড