• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হেয়ার ড্রায়ার ছাড়াই চটজলদি শুকান চুল

  লাইফস্টাইল ডেস্ক

১৮ মে ২০১৯, ১০:৩৫
চুল
ছবি : প্রতীকী

একগোছা লম্বা চুল কে না চায়? উজ্জ্বল আর ঝলমলে চুলে যে কেউ হয়ে ওঠেন অনন্য। কিন্তু ঝামেলা বাঁধে চুলের যত্ন নিতে গিয়ে। এই যেমন লম্বা চুল শুকাতে লেগে যায় অনেকখানি সময়। আবার গরমে চুলের গোড়ায় জমে ঘাম, ফলে মাথার ত্বক হয়ে যায় আদ্র।

অনেকেই অফিসে যাওয়ার আগে কিংবা জরুরী কাজে বের হতে হেয়ার ড্রায়ার দিয়েই চুল শুকিয়ে নেন চটজলদি। কিন্তু এই ব্লো ডড়ায়ারের মাধ্যমে চুল শুকিয়ে নিজের চুলের ক্ষতি করছেন আপনি। এর ফলে চুল যেমন রুক্ষ হয় তেমনি হেয়ার ড্রায়ারের গরম হাওয়ায় ক্ষতি হয় চুলের গোড়ায়।

তাহলে কীভাবে চুল শুকাবেন? হেয়ার ড্রায়ার ছাড়া চুল শুকানোর জন্য কাজে লাগাতে পারেন ছোট্ট কিছু টিপস। সেগুলো কী, চলুন জেনে নিই-

● চুল মুছতে মোটা তোয়ালে ব্যবহার না করে পাতলা গামছা বা কাপড় ব্যবহার করুন। এতে করে পানি তাড়াতাড়ি শোষিত হবে।

● সময় লাগলেও চেষ্টা করুন প্রাকৃতিক রোদ, হাওয়া কিংবা ফ্যানের হাওয়ায় চুল শুকান। চাইলে কোনো টেবিল ফ্যানের সামনে বসে চুল শুকাতে পারেন।

● চুল শুকানোর জন্য কখনো গামছা দিয়ে চুল ঝাড়বেন না। একটা শুকনো কাপড় কিছুক্ষণ চুলে পেঁচিয়ে রাখুন। দ্রুত চুল শুকাবে।

● চুলের গোঁড়া শুকালে, বড় দাঁতের চিরুনির সাহায্যে চুল আঁচড়ে ফ্যানের তলায় বসুন। এতে বাকি চুলও জলদি শুকিয়ে যাবে। তবে অবশ্যই হালকা হাতে চুল আঁচড়াবেন।

● ভেজা চুলে ব্যবহার করতে পারেন ইন-ইন কন্ডিশনার। এতে চুল ফুলে থাকে এবং সুগন্ধও থাকে। একইসঙ্গে চুল হয় মোলায়েম।

● চুল ভেজা থাকা অবস্থায় আঁচড়ানোর আগে সিরাম লাগিয়ে নিন। এতে চটজলদি জট ছাড়বে আবার চুলের মধ্যে বাতাসও যাতায়াত করতে পারবে। ফলে, চুল শুকাবে তাড়াতাড়ি।

আজ থেকে তবে হেয়ার ড্রায়ার ব্যবহার না করে এই টিপসগুলো কাজে লাগান চুল শুকাতে আর পান একগোছা স্বাস্থ্যসম্মত চুল।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড