• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুলের যত্নে ব্যবহার করুন আদা

  লাইফস্টাইল ডেস্ক

৩০ মার্চ ২০১৯, ০৯:২৯
আদা
খুশকি দূর করে আদা (ছবি : ইন্টারনেট)

পরিচিত একটি মসলা আদা। রান্না থেকে চা তে এর ব্যবহার দেখা যায়। কিন্তু কখনো কী রূপচর্চায় এর ব্যবহার দেখেছেন? আদায় থাকা উপাদান খুশকি দূর করতে বেশ কার্যকর। এর পাশাপাশি এটি চুলের গোড়াকে করে মজবুত।

চুল পড়া বন্ধ করতে আরেকটি উপকারী উপাদান হলো ক্যাস্টর অয়েল। এটি কম সময়ে চুলের দ্রুত বৃদ্ধি ঘটায়। চুল ঝলমলে ও সুন্দর করতে ব্যবহৃত আরেকটি উপাদান হলো কমলার খোসা গুঁড়া। কমলার খোসাকে রোদে শুকিয়ে তৈরি করা এই গুঁড়া চুলকে করে তোলে প্রাণবন্ত।

হাতের কাছে থাকা এই তিনটি উপাদান দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন দারুণ এক ফেসপ্যাক। যা ব্যবহারে চুলের সাধারণ সমস্যাগুলো দূর হবে খুব জলদি। চলুন তবে জেনে নেওয়া যাক কীভাবে এই হেয়ার প্যাক তৈরি করবেন-

যা যা লাগবে-

আদা ক্যাস্টর অয়েল কমলার খোসা গুঁড়া

যেভাবে তৈরি করবেন-

● ২ টেবিল চামচ আদা গুঁড়া নিন। এর সঙ্গে যোগ করুন ১ টেবিল চামচ কমলার খোসা গুঁড়া।

● পরিমাণমতো ক্যাস্টর অয়েল মিশিয়ে তৈরি করুন হেয়ার প্যাক। মিশ্রণ যেন খুব বেশি ঘন বা পাতলা না হয় সেদিকে খেয়াল রাখবেন।

যেভাবে ব্যবহার করবেন-

● চুলের আগা থেকে গোড়ায় ভালো করে হেয়ার প্যাকটি লাগিয়ে নিন। ঘণ্টা দুয়েক রেখে গোসল করে ফেলুন।

● শ্যাম্পু করার জন্য ব্যবহার করুন ভেষজ শ্যাম্পু।

নিয়ম করে এই হেয়ার প্যাক ব্যবহারে আপনি পাবেন একগোছা ঝলমলে, খুশকিমুক্ত চুল।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড