• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কালো ছায়ায় ছেয়েছে চোখ?

  অধিকার ডেস্ক    ০৯ নভেম্বর ২০১৮, ১৫:৫৬

ডার্ক সার্কেল
ছবি : প্রতীকী

একজোড়া সুন্দর চোখ বাড়িয়ে দেয় পুরো চেহারার সৌন্দর্য। কিন্তু চোখের নিচে যদি কালো দাগ পড়ে? হ্যাঁ, বলছিলাম ডার্ক সার্কেলের কথা। বিরক্তিকর এই সমস্যার কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন অনেকেই। পরিমিত ঘুমের ঘাটতি, বাড়তি টেনশন, মানসিক চাপসহ বিভিন্ন কারণে ডার্ক সার্কেল হতে পারে। এ সমস্যার সমাধানের কিছু ঘরোয়া উপায় চলুন জেনে নেওয়া যাক-

চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে গোলাপ জলের সাহায্য নিন। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে তুলায় দুই ফোঁটা গোলাপজল নিয়ে চোখের চারপাশে লাগান। এভাবে ধীরে ধীরে ১৫ মিনিট ম্যাসেজ করুন। চোখের কোমলতা ফিরবে আর ক্লান্তিভাবও দূর হবে।

বাসায় আলু আছে নিশ্চয়ই। খোসাসহ আলু বেটে চোখের নিচে দিয়ে রাখুন। টানা ৪ থেকে ৫ দিন এ পেস্ট ব্যবহার করলে দূর হবে চোখের নিচের কালো দাগ।

রোদে পুড়ে চোখের নিচে কালো হয়েছে? দু ফোঁটা মধু চোখের চারপাশে আলতো করে ম্যাসেজ করুন। কিছুক্ষণ রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি চোখের ওপরের চামড়ার রোদে পোড়া ভাব দূর করবে।

প্রতিদিন ঘুমানোর আগে এক টুকরো বরফ নিয়ে চোখের চারপাশে ঘষে নিন। উপকার পাবেন।

তবে এসবের পাশাপাশি দৈনিক ৮ ঘণ্টা ঘুমানোর অভ্যাস করতে হবে। রোদে বের হলে সানগ্লাস পরতে ভুলবেন না যেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড