• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুলের রুক্ষতা দূর করতে ব্যবহার করুন এই হেয়ার প্যাক

  লাইফস্টাইল ডেস্ক

০৮ অক্টোবর ২০২১, ১৬:৫৩
চুল
সপ্তাহে তিনদিন এই প্যাকটি ব্যবহার করুন (ছবি : সংগৃহীত)

সৌন্দর্যের একটি বড় অংশ জুড়ে থাকে চুল। কিন্তু সঠিক যত্নের অভাবে অনেকেরই চুল রুক্ষ হয়ে যায়। বাজারে যেসব কেমিক্যালযুক্ত প্রসাধনী পাওয়া যায় সেসব ব্যবহারের চুলের তো উন্নতি হয়ই না, উল্টো বেড়ে যায় চুল পড়ার হার।

চুল অতিরিক্ত রুক্ষ হয়ে গেলে চুলের আগা ফাটা সমস্যা দেখা দেয়। ফলে চুলের বৃদ্ধিও থেমে যায়। ঘরোয়া একটি হেয়ার প্যাক ব্যবহারের মাধ্যমে এ সমস্যার সমাধান করতে পারেন আপনি।

সপ্তাহে ৩ দিন বিশেষ এই হেয়ার প্যাক ব্যবহার করলে ফিরবে চুলের সিল্কি ভাব।

হেয়ার প্যাক তৈরিতে যা যা লাগবে- কাঁচা ডিম ২টি, মধু ২ চা চামচ, লেবুর রস ১টি, নারকেল তেল ৩ চা চামচ।

যেভাবে তৈরি করবেন- প্রথমে ডিমের সাদা অংশ আলাদা করে ফেটিয়ে নিন। এর সঙ্গে মেশান মধু, লেবুর রস ও নারকেল তেল।

যেভাবে ব্যবহার করবেন- প্যাকটি ভালো করে পুরো চুলে লাগিয়ে ঘণ্টাখানেক অপেক্ষা করুণ। চুল শুকিয়ে গেলে ভালো করে শ্যাম্পু করে নিন। এরপর ভালোমানের কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে নিন।

সপ্তাহে তিনদিন এই প্যাকটি ব্যবহার করুন। এক মাস নিয়মিত ব্যবহারেই চুল হবে সিল্কি।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড