লাইফস্টাইল ডেস্ক
অনেকের ত্বকেই ফাঙ্গাল একনির সমস্যা রয়েছে। এ ধরনের ত্বক অনেক সংবেদনশীল হয়ে থাকে। যেকোনো প্রসাধনী মুখে ব্যবহারেই সমস্যাটি মারাত্মক আকার ধারণ করে।
এ ধরনের সমস্যা হলে মুখে এলার্জির মতো চুলকানি হয়। সেইসঙ্গে এক জায়গায় ঘামাচির মতো অনেকগুলো ব্রণ দেখা দেয়। ব্যথা ও চুলকানির কারণে ত্বকের ওই স্থানগুলো ফুলে যেতে পারে।
অনেকেই এর সমাধানে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করতে গিয়ে বিপদে পড়েন। নিশ্চয়ই আপনি জোজোবা অয়েল সম্পর্কে কমবেশি জানেন! এ তেল ফাঙ্গাল একনিসহ যেকোনো ধরনের ব্রণ দূর করতে পারে।
জোজোবা নামের একটি গাছের বীজ থেকেই এ তেল পাওয়া যায়। জোজোবা তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা চুল ও ত্বক ভালো রাখে। জোজোবা অয়েলে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। জেনে নিন জোজোবা অয়েলের উপকারিতাসমূহ-
তৈলাক্ত ত্বকে নানা রকম সমস্যা লেগেই থাকে। এমন ত্বকের জন্য জোজোবা অয়েল খুবই উপকারী। কারণ এ তেলে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান।
১. একনির প্রধান কারণ ব্যাকটেরিয়া ঘটিত। তাই জোজোবা অয়েল ত্বকে ব্যবহার করলে খুব উপকার পাওয়া যায়।
২. জোজোবা অয়েলে রয়েছে ভিটামিন ই। যা ত্বকের জন্য খুবই উপকারী। ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায়, মসৃণ ও মোলায়েম করে। পাশাপাশি ত্বকের দাগ-ছোপ, কাটা দাগও দূর করে।
৩. এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান ত্বকের ইনফেকশন দূর করে। যার ফলে ত্বকের ফাঙ্গাল একনি দূর হয়।
৪. জোজোবা অয়েল হলো প্রাকৃতিক ময়েশ্চরাইজার। যা ত্বকে ভেতর থেকে আর্দ্রতা জোগায়। এতে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।
যেভাবে ব্যবহার করবেন-
১. আপনি সরাসরি জোজোবা অয়েল মুখে ব্যবহার করতে পারেন। হাতে সামান্য তেল নিয়ে ভালো করে মুখে ব্যবহার করুন।
২. অন্য কোনো তেলের সঙ্গে মিশিয়েও জোজোবা অয়েল মুখে লাগাতে পারেন। আপনার ত্বকের ধরন অনুযায়ী তেল ব্যবহার করুন।
৩. আপনার ফেস প্যাকে জোজোবা অয়েল মিশিয়ে নিতে পারেন। এতে আপনার ত্বক যেমন পুষ্টি পাবে; তেমন আর্দ্রও থাকবে।
ওডি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড