• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

রান্নাঘরেই রয়েছে ডার্ক সার্কেলের ওষুধ

  লাইফস্টাইল ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২০, ১৫:২৪
টমেটো ও আলু
টমেটো ও আলু। (ছবি: সংগৃহীত)

চোখের চারপাশের কালো দাগ নিয়ে বিব্রত? রান্নাঘরে থাকা বিভিন্ন উপাদানেই মুক্তি মিলতে পারে ডার্ক সার্কেল থেকে। তবে এর পাশাপাশি পর্যাপ্ত ঘুম ও সুষম খাদ্যাভ্যাসও জরুরি।

আলু

আলু রস করে তুলা ভিজিয়ে নিন। চোখের উপর এই তুলা ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে।

টমেটো ও লেবু

সমপরিমাণ টমেটো ও লেবুর রস মিশিয়ে নিন একসঙ্গে। মিশ্রণে তুলা ভিজিয়ে প্রতিদিন চোখের আশেপাশে বুলিয়ে নিন অন্তত দুইবার।

টমেটো ও পুদিনা

টমেটোর রসের সঙ্গে পুদিনা পাতা, লেবুর রস ও লবণ মিসিয়ে পান করুন নিয়মিত। এটি ডার্ক সার্কেল দূর করে দেবে ধীরে ধীরে।

আমন্ড পেস্ট

কয়েকটি আমন্ড সামান্য দুধ দিয়ে পেস্ট বানিয়ে নিন। চোখের আশেপাশের ত্বকে পেস্টটি লাগিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট।

আনারস

কয়েক চা চামচ আনারস পেস্ট করে রস বের করে নিন। এক চিমটি হলুদের গুরা মিশিয়ে ডার্ক সার্কেলের উপর লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

দুধের সর

রাতে ঘুমানোর আগে দুধের সর লাগান চোখের আশেপাশের ত্বকে। কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

পুদিনা পাতা

পুদিনা পাতা পেস্ট করে লাগিয়ে রাখুন আক্রান্ত ত্বকে। এটি ডার্ক সার্কেল দূর করার পাশাপাশি চোখের ক্লান্তি দূর করবে।

টি ব্যাগ

ব্যবহৃত টি ব্যাগ ঠাণ্ডা করে দিয়ে রাখুন চোখের উপর। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন ত্বক।

কমলার রস

কমলার রসের সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে লাগিয়ে রাখুন চোখের নিচে। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড