• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেসিনের পাইপের জ্যাম দূর করুন চটজলদি

  লাইফস্টাইল ডেস্ক

০৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৬
বেসিন
গরম পানি জ্যাম ছাড়াতে সাহায্য করে (ছবি- প্রতীকী)

দিনের বেশিরভাগ সময় রান্নাঘরে কাটান গৃহিণীরা। ঘরোয়া বিভিন্ন সমস্যার মধ্যে বেসিনের পাইপে জ্যাম হওয়া অন্যতম। সাধারণত পাইপে ময়লা জমলে পানি নির্গমন বন্ধ হয়ে যায়। বিরক্তিকর এ সমস্যার জন্য পড়তে হয় বিড়ম্বনায়ও।

শীতকালে এ সমস্যা বেশি দেখা দেয়। যার ফলে একদিকে যেমন কাজের অসুবিধা হয়, অন্যদিকে বাজে গন্ধের সৃষ্টি হয়। কিছু ঘরোয়া উপায় কাজে লাগিয়ে পাইপের এই জ্যাম ছাড়ানো যায়।

বেকিং সোডা

বেসিনের নেটের ওপর আধা কাপ বেকিং সোডা দিয়ে দিন। কিছুক্ষণ অপেক্ষা করে এক কাপ সাদা ভিনেগার ঢেলে দিন। এরপর দিন গরম পানি। মুহূর্তেই দূর হয়ে যাবে সব ময়লা।

লবণ

বেসিনের ড্রেনে আধা কাপ লবণ ঢেলে দিন। আধা ঘণ্টা পর গরম দুই লিটার পানি ঢালুন। তবে এই পানি ঢালুন ধীরে ধীরে। এতে লবণ তো দূর হবেই, সে সঙ্গে দূর হবে জমে থাকা ময়লাও।

আরও পড়ুন : কনুইয়ে কালো দাগ? দূর করুন এসব উপায়ে

ডিটারজেন্ট

পানি ফুটিয়ে তার সঙ্গে মেশান কয়েক চামচ ডিটারজেন্ট। ফেনা উঠে গেলে বেসিনে এই পানি ঢেলে দিন। এটিও পাইপে জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করে।

এই উপায়গুলো কাজে লাগানোর পরও যদি বেসিনের পাইপ পরিষ্কার না হয় তবে বুঝবেন অতিরিক্ত ময়লা জমে গেছে। এ ক্ষেত্রে নতুন পাইপ কেনাই শ্রেয়।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড