• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

যেসব উপায় মানলে ঠোঁটে লিপস্টিক থাকবে দীর্ঘসময়

  লাইফস্টাইল ডেস্ক

২৮ জানুয়ারি ২০২০, ১৩:৫৮
লিপস্টিক
লিপস্টিক লাগানোর পূর্বে প্রাইমার লাগান (ছবি- ইন্টারনেট)

নারীদের সাজসজ্জার কেন্দ্রে থাকে ঠোঁট। পছন্দের শেডে ঠোঁট না রাঙালে সাজ যেন পূর্ণতা পায় না। কিন্তু লিপস্টিক লাগানো কয়েক ঘণ্টা পরেই তা বিলীন হয়ে যায়। কিছু বিষয় খেয়াল রাখার মাধ্যমে দীর্ঘসময় ঠোঁটে লিপস্টিক ধরে রাখা সম্ভব।

ঠোঁট আর্দ্র রাখুন

শীতে বেশিরভাগ মানুষই ঠোঁট ফেটে যাওয়া সমস্যায় ভোগেন। আর ফাটা ঠোঁটে কখনোই লিপস্টিক ভালো দেখায় না। খেয়াল রাখবেন ঠোঁট যেন না ফাটে। বাইরে থেকে ঘরে ফেরার পর ঠোঁট পরিষ্কার করে নিন। ঠোঁট থেকে মরা কোষ দূর করতে সপ্তাহে অন্তত দুই দিন স্ক্রাবিং করা উচিত। ঠোঁট পরিষ্কার করে, রাতে ঘুমানোর আগে প্রয়োজনমতো লিপবাম লাগিয়ে নিন।

ঠোঁটে প্রাইমার লাগান

মেকআপের মতো ঠোঁটেও প্রাইমার লাগাতে হয়। লিপস্টিক লাগানোর পূর্বে ঠোঁটে প্রাইমার লাগিয়ে নিন। এরপর ফাউন্ডেশন দিয়ে বেজ তৈরি করুন। লিপস্টিক লাগানোর পূর্বে ঠোঁটে লিপ লাইনার লাগিয়ে নিন। এতে অনেকক্ষণ লিপস্টিক স্থায়ী থাকবে।

কাজে লাগান এ উপায়

লিপস্টিক লাগানোর পর দুই ঠোঁটের মাঝে ব্লটিং পেপার বা টিস্যু চেপে ধরুন। এতে লিপস্টিকের বাড়তি রং উঠে যাবে। এরপর সেই বেজের ওপর আবার লিপস্টিক লাগান। এতে লিপস্টিকের দুটি স্তর ঘন হবে। তাহলে লিপস্টিক সহজে উঠবে না।

আরও পড়ুন : ঠোঁটের কালচেভাব, যত্নশীল হন আজই

ঠোঁটে যদি কালচে ছোপ থাকে

অনেকের ঠোঁটে কালচে ছোপ থাকে। এই দাগ ঢেকে ফেলতে কনসিলার ব্যবহার করুন। এতে লিপস্টিক দেওয়ার পর কালচে ছোপ আর দেখা যাবে না।

মনে রাখবেন, ঠোঁটের সুরক্ষায় ভালো মানের লিপস্টিক ব্যবহারের বিকল্প নেই। মেয়াদ শেষ হওয়া লিপস্টিক কখনোই ব্যবহার করবেন না। এছাড়া, শীতকালে ম্যাট লিপস্টিক এড়িয়ে চলতে পারেন।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড