• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

যত্নে থাকুক সুতি শাড়ি

  লাইফস্টাইল ডেস্ক

০৩ নভেম্বর ২০১৯, ১২:৫৫
সুতি শাড়ি
ছবি : সংগৃহীত

শাড়িতে নারী কিংবা নারীর জন্য শাড়ি। বাঙালি নারীর শাড়ির প্রতি ভালোবাসা বেশ পুরোনো। নানা ধরনের, নানা রকমের শাড়ি রয়েছে। সবসময় শাড়ি পরেন এমন নারীদের পছন্দের তালিকায় রয়েছে সুতি শাড়ি। আবার গরমে আরাম পেতেও অনেকে বেছে নেন এই শাড়ি।

অনেকেই ভাবেন সুতি শাড়ি মানেই ম্যাড়ম্যাড়ে কাপড়। কয়েকবার পরার পরই এর রং নষ্ট হয়ে যায়। ঠিকমতো যত্ন নিতে জানলে কিন্তু এই সুতি শাড়িই হতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু। চলুন আজ তবে সুতি শাড়ির যত্ন সম্পর্কেই কিছু তথ্য জেনে নেওয়া যাক-

১। সুতি শাড়ি প্রথমবার ধোয়ার সময় হালকা উষ্ণ পানিতে খানিকটা বিট লবণ মিশিয়ে তাতে শাড়িটিকে ১৫/২০ মিনিট ভিজিয়ে রাখুন। এভাবে শাড়ি ধুলে তার রং হবে পাকা।

২। ঘামে ভেজা শাড়ি কখনোই না ধুয়ে রেখে দেবেন না। এতে শাড়িতে ফাঙ্গাস জমে, শাড়ি নষ্ট হয়। পানিতে খানিকটা রিঠা মিশিয়ে তাতে কিছুক্ষণ শাড়ি ভিজিয়ে রেখে মেলে দিন। এতে অনেকদিন পর্যন্ত শাড়ি থাকবে সতেজ। আর টিকবেও অনেক বছর।

৩। প্রতিবার শাড়ি ধোয়ার সময় অবশ্যই তাতে হালকা মাড় দিন। এতে শাড়ি ম্যাড়ম্যাড়ে হওয়ার ভয় থাকে না।

৪। হাতে একটু সময় থাকলে শাড়ি আয়রন করে নিন। এরপর ভাঁজ করে ঝুলিয়ে দিন হ্যাঙ্গারে।

ব্যস, ছোটখাটো এই বিষয়গুলো কাজে লাগালেই আপনার সুতি শাড়ি দীর্ঘদিন থাকবে সতেজ ও সুন্দর।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড