লাইফস্টাইল ডেস্ক
কম বেশি সবারই ভ্রমণের নেশা আছে। আর তা যদি হয় বিদেশে সেক্ষেত্রে তো কোনো কথাই নেই। সুখবর হলো বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আর ভিসা সমস্যা ঝক্কি পোহাতে হবে না। এবার বাংলাদেশি পর্যটকরা ভিসা ছাড়াই যেতে পারবেন ইন্দোনেশিয়া। একজন বাংলাদেশি হিসেবে আপনি গর্ব করতেই পারেন। কারণ ভিসা ছাড়াই শুধু বাংলাদেশের পাসপোর্টের জোরে ইন্দোনেশিয়া ভ্রমণ করতে পারবেন।
জানা গেছে, পাসপোর্ট ও রিটার্ন টিকিট নিয়ে ইন্দোনেশিয়ার বিমানবন্দরে গেলেই দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ ৩০ দিনের ভিসা দেবে।
৮ম এশিয়ান পর্যটন মেলা বসেছে রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। সেখানে অংশগ্রহণ করেছেন অ্যাডভেঞ্চার ইন্দোনেশিয়া নামের একটি প্রতিষ্ঠান। পর্যটক টানতে বিভিন্ন তথ্য দিচ্ছে ইন্দোনেশিয়ান ওই প্রতিষ্ঠানটি।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় পুষ্পগুচ্ছ হলে নানা বয়সী ভ্রমণ পিপাসু মানুষ স্টলটিতে ভিড় করেছেন দেখা যায়। আর স্টলটিতে যারা দায়িত্বে আছেন তারাও দর্শনার্থীদের কাছে ইন্দোনেশিয়ার বালিসহ বিস্ময়কর আইল্যান্ডের সৌন্দর্য তুলে ধরছে খুবই গুরুত্ব সহকারে।
২০১৬ সালে বাংলাদেশি নাগরিকদের জন্য অন অ্যরাইভাল ভিসা চালু করেছে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোমার্ণ এ তথ্য জানান।
রিনা পি সোমার্ণ জানান, ইন্দোনেশিয়া ভ্রমণে এশিয়ার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। তার দেশের সরকার বাংলাদেশি পর্যটকদের আরও বেশি সুবিধা দিতে চায়।
বাংলাদেশিদের অন অ্যরাইভাল ভিসা দিচ্ছে ইন্দোনেশিয়া। (ছবি: সংগৃহীত)
অ্যাডভেঞ্চার ইন্দোনেশিয়ার সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ইদা রাহমী জানান, বাংলাদেশি পর্যটকরা ভিসা ছাড়াই ইন্দোনেশিয়া ভ্রমণ করতে পারবেন। এ ক্ষেত্রে পাসপোর্ট (৬ মাস মেয়াদ থাকতে হবে) ও রিটার্ন এয়ার টিকেট থাকলেই অন অ্যারাইভাল ভিসায় এক মাস পর্যন্ত ইন্দোনেশিয়া থাকতে পারবেন বাংলাদেশিরা।
উল্লেখ্য, আগামী শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শেষ হবে এশিয়ান পর্যটন মেলার ৮ম আসর। ভ্রমণ পিপাসু বাংলাদেশিরা ইন্দোনেশিয়ায় ভ্রমণে যেতে চাইলে আইসিসিবিতে প্রতিষ্ঠানটির স্টলে গিয়ে বিস্তারিত তথ্য জেনে আসতে পারেন।
ওডি/টিএএফ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড