• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পর্যটন খাতে ৫ ধাপ এগিয়ে বাংলাদেশ

  অধিকার ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫০
নীলাচল
নীলাচল বান্দরবান (ছবি : দৈনিক অধিকার)

বিশ্ব অর্থনৈতিক ফোরামের চলতি বছরের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভ প্রতিবেদনে পর্যটন বান্ধব দেশের তালিকায় পাঁচ ধাপ এগিয়ে ১২০ নম্বরে বাংলাদেশ।

আবাসন, নিরাপত্তা, সংস্কৃতি, স্থিতিশীল ভ্রমণ ও পর্যটকদের জন্য উড়োজাহাজ পরিবহন সুযোগ গুলোর মধ্যে ৯০টি মানদণ্ড বিবেচনা করে ১৪০টি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়।

তালিকার শীর্ষে রয়েছে স্পেন। এরপর পর্যায়ক্রমে রয়েছে ফ্রান্স, জার্মানি, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা ও সুইজারল্যান্ড।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ৩৪ নম্বরে পার্শ্ববর্তী ভারত, শ্রীলঙ্কার অবস্থান ৭৭, নেপাল ১০২ ও পাকিস্তান ১২১।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও সুরক্ষায় বাংলাদেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

বাংলাদেশের জন্য আশার বাণী হলো প্রাকৃতিক সম্পদ ও সাংস্কৃতিক ঐতিহ্যের ফলে কারণে এখানকার পর্যটনশিল্পে উল্লেখযোগ্য উন্নতি হবে।

বাংলাদেশের পর্যটনের টেকসই বিকাশ ও উন্নয়ন বন্যপ্রাণীর অভয়ারণ্য বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ পর্যটনের বিকাশে গতি আনতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

ওডি/এএসএল

দেশ কিংবা বিদেশ, পর্যটন কিংবা অবকাশ, আকাশ কিংবা জল, পাহাড় কিংবা সমতল ঘুরে আসার অভিজ্ঞতা অথবা পরিকল্পনা আমাদের জানাতে ইমেইল করুন- [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড