• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রেনে যেতে যেতে

  সৈয়দ মিজান

০৯ জুন ২০১৯, ২২:৩৮
ট্রেন
ট্রেনের জানালা যেন চলন্ত এক টেলিভিশন। (ছবি : লেখক)

সাঁইসাঁই করে ছুটছে ট্রেন। বাড়ি ফিরছি। চারপাশে সবুজ চোখ ভরিয়ে দিচ্ছে৷ প্রত্যেকবার বাড়ি ফেরার সময় এমন একটা অনুভূতি হয়। ভেতরে কেমন ভাঙচুর, উতাল পাথাল ঢেউ। বাড়ি গেলে ঘোরের ভেতর সময় কোথায় হাওয়া হয়ে যায়। মনে হয় সময় যেন পাগলা ঘোড়া। এত দ্রুত দিনগুলো ফুরিয়ে যায়। এবার তো যাচ্ছি মাত্র দু'দিনের জন্য। যাবার আগে থেকেই খারাপ লাগা শুরু হয়েছে।

অবশ্য ট্রেনের ভেতরে থাকলে সময় কাটানোর জন্য কোন কিছুই লাগেনা। ট্রেনের ভেতরে এক জগত বাইরে আরেকটা। দুটোই সমান উপভোগ্য। কেমন অদ্ভুত সুন্দর। ছেলেবেলায় ট্রেনে দুই ঘন্টার ছোট্ট একটা ভ্রমণে বোনের বাড়ি গৌরিপুর যেতাম। সেই দুই ঘন্টা সময়কেই কত বেশী মনে হতো তখন। মনে হতো প্রত্যেকটা মিনিট একেকটা গল্প নিয়ে আসে। চানাচুর ওয়ালা, ক্যানভাসারের কণ্ঠ, ভিক্ষুকের গান প্রত্যেকবার এগুলোকে নতুন মনে হতো। সেই লোকাল ট্রেনের ভিড়ে চিড়ে চ্যাপ্টা হয়ে গেলেও খারাপ লাগা ছিল না। ট্রেনের মধ্যে সবচেয়ে লোভনীয় জায়গা ছিল জানালা। ট্রেনের জানালা একটা টেলিভিশনের মতো লাগে আমার কাছে। মুহূর্তের গল্প প্রদর্শিত হয় এখানে। চিরচেনা পরিবেশ ট্রেন থেকে দেখলে ভিন্ন রকম লাগে। অন্য একটা জগত হয়ে যায়। জানালা দিয়ে বাইরে তাকালাম। আকাশের রঙটা কেমন বিষণ্ণ।

শাল বনের ভেতর দিয়ে যাচ্ছে ট্রেন। বিকেলের সোনারোদ গাছের ফাঁক গলে পড়েছে। কেমন অপার্থিব একটা আলো। একটু দূরে বড়সড় একটা মাটির সড়ক। দুটো গরু লেজ দিয়ে মশা তাড়াতে তাড়াতে ঘাস খাচ্ছে৷ কিছু কিছু সময় আসে জীবনে যখন সব কিছুই ভাল লাগে। ট্রেনের জানালা দিয়ে কারো নাক ঝাড়ার দৃশ্যও উপভোগ করা যায়। আমার পাশের সিটে যে ভদ্রলোক বসেছেন প্রচুর কথা বলছেন ফোনে। এখন অবশ্য ঘুমাচ্ছেন। ট্রেন চললে ফোনে নেটওয়ার্ক পায় না। হয়তো তাই।

বনের গাছগুলো কেমন জবুথবু হয়ে আছে। এখনই কুয়াশা পড়তে শুরু করেছে। মেঘের মতন রূপসী কুয়াশা দেখতাম ছেলেবেলায় মাঠে খেলার সময় সন্ধ্যার আগে আগে। কেমন অদ্ভুত লাগতো। মনে হতো মাথার কাছে মেঘ চলে এসেছে। সেই কুয়াশার শরীর ছুঁয়ে দেখবার সেকি প্রাণান্তকর চেষ্টা। সেই ছেলেবেলার পর অনেক অনেক দিন বাদে মেঘেরও উপরে উঠেছিলাম। মেঘ ছুঁয়ে দেখেছিলাম। আমাকেও ছুঁয়ে গিয়েছিল মেঘ। কেমন যেন ছেলেবেলার একটা ঘ্রাণ পেয়েছিলাম অনুভবে।

কেমন অগোছালো চিন্তাভাবনা লিখে যাচ্ছি। আমার রোজনামচার খাতাগুলোতে এমন সব লেখায় ভর্তি৷ কলেজ অবধি নিয়মিত রোজনামচা লিখতাম। তারপর আর লেখা হয় না৷ খাতাগুলো খুলেও দেখা হয়না। এই দুইদিন অতীতে ফিরে যাব। আমার শৈশবে যেমন কাটতো দিন সেই জায়গাগুলোতে, সেই বিকেলগুলোতে নিয়ে যাব নিজেকে। যদিও জগতের কঠিন একটা সত্য হলো- বড় হলে ছেলেবেলা মরে যায়। শুধু মরে যায় না, মরে ভুত হয়ে যায়।

ট্রেন ছুটছে। একটা ন দশ বছরের ছেলে ট্রেনের সাথে পাল্লা দিয়ে ছুটছে। অল্প ক্ষণের জন্য ছেলেটার মায়া মায়া চোখ দুটো দেখতে পেলাম। খুব পরিচিত একজোড়া চোখের মতন। মনে পড়ছে না কার চোখ এমন। বন পেরিয়ে ট্রেন এখন একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে। পরিপাটি আর গোছানো মনে হচ্ছে গ্রামটাকে৷ দীঘল একটা রাস্তা ঢুকে গেছে গ্রামের ভেতর। রাস্তার দু'পাশে ধানখেত। সবে ধান কেটেছে কয়েকদিন হলো। সেখানে ক্রিকেট মাঠ বানিয়ে খেলছে একদল কিশোর। ঠিক আমার সোনালী শৈশবের গল্পটা যেন।আহ সেইসব হিরণ্ময় মুহূর্তরা বড় বেশি তাড়া দেয় ভালো কিছু করার, সুন্দর কিছু সৃষ্টির।

দীর্ঘ একটা দূরত্বের যাত্রা। ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে গফরগাঁও এর মধ্যে আর কোন স্টেশনে থামবে না এই ট্রেন। এরপর ময়মনসিংহ। পরে অবশ্য একটু পরপর স্টেশন। একটা স্টেশন আছে আমার খুব প্রিয়। অতীতপুর স্টেশন। আমাদের মোহনগঞ্জের আগের স্টেশন। আমার দেখা সবচেয়ে নির্জন একটা রেলস্টেশন। নির্জন আর সুন্দর। কেউ যদি একটা বিকেল এই স্টেশনে বসে থাকে নির্মল সৌন্দর্যে তার চোখ জুড়াবেই।

স্টেশন লাগোয়া একটা বিল। এর একটু আগে অবশ্য আরেকটা বিল আছে তাতে লাল শাপলা ফুটে। শরতে দূর থেকে মনে হয় বিল না যেন কোন গোলাপী মাঠ। সমান্তরাল রেললাইন ধরে হাঁটতে বেশ তৃপ্তি পাওয়া যায়। নামটাও কী সুন্দর! অতীতপুর।

বিকেলের আলো মরে এসেছে। ট্রেনের ভেতরে বাতি জ্বলে উঠেছে। বগির অন্য মাথায় কোন একটা বিষয় নিয়ে বেশ তর্ক হচ্ছে। কু ঝিক ঝিক কু ঝিক ঝিক শব্দের ফাঁকে ফাঁকে ভেসে আসছে তর্কের চিৎকার, হাসি।

আমি জানালা দিয়ে তাকিয়ে আছি। বিশাল একটা মাঠ। অনেক দূরে মাঠের মাঝখানে একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে। একা। নিঃসঙ্গ। ট্রেন আরেকটু আগাতেই চোখে পড়লো একটা গ্রামীন বাজার। খোলা একটু মাঠের মতন জায়গা। দুইটা বড় গাছ তার নিচেই বসেছে বাজার৷ একজন সফেদ শ্মশ্রুধারী বৃদ্ধ মাথায় একটা ঝাঁকা নিয়ে যাচ্ছেন। ট্রেনের জানালার কাছে আসতেই দেখা গেল অনেকগুল জলপাই। জলপাই আমার প্রিয়। ইচ্ছে করছে বৃদ্ধকে বলি কয়েকটা জলপাই দিয়ে দিতে। চিন্তাটা করেই হাসি পেয়ে গেল।

ট্রেন ছুটছে। সন্ধ্যা নামছে। আমার চোখ জুড়ে নেমে আসছে ঘুম। ট্রেনের ঝাঁকুনিতে যদি ঘুমই না এলো তবে সেটা আবার কোন ট্রেন ভ্রমণ হলো নাকি!

ওডি/এসএম

দেশ কিংবা বিদেশ, পর্যটন কিংবা অবকাশ, আকাশ কিংবা জল, পাহাড় কিংবা সমতল ঘুরে আসার অভিজ্ঞতা অথবা পরিকল্পনা আমাদের জানাতে ইমেইল করুন- [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড