• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভাত কিংবা পরোটার সঙ্গে রাখুন ‘মাশরুম মাসালা কারি’

  লাইফস্টাইল ডেস্ক

০৪ জুন ২০১৯, ১০:০৫
মাশরুম মাসালা কারি
মাশরুম মাসালা কারি; (ছবি- ইন্টারনেট)

যারা মাশরুম পছন্দ করেন তাদের জন্য এই পদটি একদমই উপযুক্ত। ভাত থেকে শুরু করে পোলাও কিংবা পরোটা— সবকিছুর সঙ্গেই খাওয়া যাবে এটি। এবারের ঈদ আয়োজনে রাখতে পারেন মাশরুমের এ পদটি। চলুন চটজলদি জেনে নিই রেসিপি-

যা যা প্রয়োজন-

মাশরুম- ২৫০ গ্রাম আলু- ১টা (টুকরো করা) পেঁয়াজ কুচি- ২টা আদা-রসুন বাটা- ১ টেবিল চামচ হলুদ-মরিচ গুঁড়া- ১ চা চামচ গরমমসলা গুঁড়া- সামান্য টক দই- ১ চা চামচ কাসুরি মেথি- সামান্য টমেটো সস- ১ কাপ পানি- পরিমাণমতো

প্রণালি-

● মাশরুম ও আলু সামান্য লবণ মাখিয়ে ভেজে নিন।

● পাত্রে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিন। একটু ভাজা হলে রসুন, আদা বাটা, টক দই ও কাসুরি মেথি দিন। তারপর সামান্য পানি মিশিয়ে হলুদ ও মরিচ গুঁড়া যোগ করুন।

● মসলা সামান্য কষে এলে ভেজে রাখা আলু ও মাশরুম যোগ করুন। পরিমাণমতো পানি দিয়ে চুলার আঁচ কমিয়ে দিন।

● মাখা মাখা হয়ে এলে গরম মসলা গুঁড়া দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিন।

ব্যস, কম কষ্টে, কম সময়ে রান্না করতে চাইলে অবশ্যই মাশরুমের এই পদটি রান্না করুন।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড